বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুক্ক মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান’র শোক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুক্ক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি। এক শোক বার্তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি জানান বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুক্ক মুক্তিযুদ্ধের বীর সেনানী ও মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অপরীসিম। এসময় তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুক্ক আত্্রার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে জেলার আশুগঞ্জ সদর ইউপি শাখা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ডা. আবু আবদুল্লাহ মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি।