রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘অভিমানে’ পাশাপাশি অভি-অ্যাশ!

news-image

বিনোদন ডেস্ক : ১৯৭৩ সাল। বক্স অফিসে হইচই ফেলে দিল অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের কাহিনী ‘অভিমান’।

স্ত্রীর সাফল্য কীভাবে অবসাদগ্রস্ত করে তোলে বিখ্যাত সঙ্গীতশিল্পী স্বামীকে এবং ধীরে ধীরে অভিমানের পাহাড় জমতে জমতে ক্রমাগত দুর্বল হতে থাকে দাম্পত্য… তারই বর্ণনা ছবির পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়।

সেই বিখ্যাত ছবির জাদুকে ফের একবার সিলভার স্ক্রিনে ফিরিয়ে আনার চিন্তা করছেন পরিচালক রাজীব মেনন। পাওয়ার কাপল জয়া-অমিতাভের করা চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইকে।

ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বহু দিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করতে চাইছিলেন। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০১০ সালে ‘রাবণ’ ছবিতে। অতএব এই জুটির কামব্যাকের জন্যে অভিমান-এর মতো ছবিই তো আদর্শ। অফ স্ক্রিন দাম্পত্যের ছোঁয়া যদি লাগে অনস্ক্রিনে তাহলে কে বলতে পারে আগামী দিনে আরও একবার তৈরি হবে এমন একটি ছবি যা বদলে দেবে তাদের ক্যারিয়ার গ্রাফ।

এ জাতীয় আরও খবর