বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন মাস পর সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা প্রস্তাব আকারে তুলে ধরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ভোটের সমস্যাসহ যেসব বিষয়ে কথা হয়েছে তা কতটুকু বাস্তবায়ন সম্ভব ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ২০ দফা প্রস্তাব দেয়ার পর ইসি বিষয়টি কিভাবে দেখছে এবং দলের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। টানা ৯৪ দিন লন্ডনে অবস্থান করার পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। পরদিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এরপর থেকে তিনি নিজের গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রাম করেন। রোববার রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত করেন খালেদা জিয়া। তিনি ১৩ জুলাই সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন তিন মাস সাত দিন পর সোমবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও গুলশানের দলীয় কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন