বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরের পার্টিতে কেন গেলেন না সালমান?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান। দীপাবলি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন তিনি। শাহরুখ খান, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ বলিউডের প্রথম সারির অনেক অভিনয়শিল্পীই সেখানে উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না সালমান খান।

এদিকে তার আগে বোন অর্পিতার পার্টিতে উপস্থিত ছিলেন সালমান। এমনকি রেস-থ্রি সিনেমার প্রযোজক রমেশ তাওরানি এবং অভিনেতা সঞ্জয় দত্তের পার্টিতেও দেখা যায় এ অভিনেতাকে। কিন্তু আমিরের পার্টিতে সালমানের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এ দুই অভিনেতার মধ্যে বন্ধুত্বে কোনো চিড় ধরেনি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার আমিরের পার্টিতে উপস্থিত হতে চেয়েছিলেন সালমান। কিন্তু বিগ বস রিয়েলিটি শোয়ের শুটিংয়ের কারণে উপস্থিত হতে পারেননি দাবাং খ্যাত এ অভিনেতা।

এ উপলক্ষে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শুক্রবার গ্রিসের উদ্দেশ্যে সালমানের রওনা হওয়ার কথা ছিল। তিনি সচরাচর বিগ বস’র উইকেন্ড এপিসোড মুম্বাইয়ের বাইরে লোনাভালাতে উইকেন্ডের ছুটিতেই শুটিং করেন। কিন্তু এবার তিনি একটু তাড়াতাড়ি শুরু করেন কারণ শুটিং শেষ করেই যেন বিমানবন্দরে যেতে পারেন। আর তাড়াতাড়ি শুটিংয়ের কারণে তিনি তার ফার্মহাউসে ছিলেন যেটি শুটিং স্পট থেকে মাত্র আধা ঘণ্টার পথ।’

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা সিক্রেট সুপারস্টার। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর প্রচারণার জন্য থাগস অব হিন্দুস্তান সিনেমাটির শুটিং থেকে ছুটি নেন তিনি। খুব শিগগির ফের এটির শুটিং শুরু করবেন।

অন্যদিকে বর্তমানে বিগ বস রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত সালমান। তবে এরই মধ্যে গ্রিসে ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার একটি গানের শুটিং করবেন তিনি। এছাড়া সালমান চলতি মাসের শেষ থেকে জ্যাকলিনের সঙ্গে রেস-থ্রি সিনেমার শুটিং করবেন বলেও শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৮ হাজার লোক, মৃত ১০

স্ত্রী-ছেলেমেয়েসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

রূপপুরে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ নিহত ৪

‘কর্মফল ফিরে আসে, তারা জানে আমার সাথে কী করেছে’

৩ দফা দাবি জানালেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু

একজন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : জামায়াত

অভিযানের খবরে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে : অর্থ উপদেষ্টা