বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার। বেশ আলোচনা-সমালোচনার পর এই উড়ালসেতু রাজধানীবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দীর্ঘ ৬ বছরের অপেক্ষা-দুর্ভোগের অবসান ঘটিয়ে যান চলাচলে পুরোপুরি খুলে যাচ্ছে তিনভাগে নির্মিত ফ্লাইওভারটি।
অবশ্য গত ৩০ মার্চ ফ্লাইওভারের আরেকটি অংশ সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এরপর ১৬ সেপ্টেম্বর ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশটি উদ্বোধন করেছিলেন নীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ভারতের সিমপ্লেক্স নাভানা জেভি, চীনের দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) এবং তমা কনস্ট্রাকশন ফ্লাইওভারটি নির্মাণ করেছে।