রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ মাদক উদ্ধার আটক ১

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরফুজ মিয়া প্রঃ আফরোজ (৩১), পিতা-মৃত শাহনেওয়াজ, সাং-ভাদুঘর উত্তরপাড়া (নাসিরপুর), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে দেশীয় তৈরী একটি লোহার পাইপগান, যাহা লম্বা অনুমান ১৪ ইঞ্চি এবং ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ অত্র থানাধীন ভাদুঘর নাসিরপুর বারুর বাড়ির মোড় পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

অবৈধ অস্ত্র (পাইপগান) এবং মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করত: উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, আসামী আরফুজ মিয়া প্রঃ আফরোজ এর বিরুদ্ধে অত্র থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর