‘কখন আহত হলাম?’ বিস্মিত শাকিব
বিনোদন প্রতিবেদক : হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিং করছেন শাকিব খান। সেখানে যৌথ প্রযোজনার ‘চালবাজ’ ছবিতে শুভশ্রীর সঙ্গে শুটিং করছেন।
এদিকে শাকিব শুটিং করতে গিয়ে আহত হয়েছেন- এমন খবর এখন মানুষের মুখে মুখে। বেশ কিছু অনলাইন পোর্টালও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু এমন ভিত্তিহীন খবরে বিস্মিত শাকিব।
তিনি বলেন, ‘দিব্যি ভালো আছি। প্রতিদিন শুটিং করছি। কখন আমি আহত হলাম? আমার ভক্তদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন খবর ছড়ানো হচ্ছে। আমি সবার উদ্দেশে বলছি, শুধু শুধু মিথ্যা গুজব ছড়াবেন না। এতে শুধু আমি নই, সারা দেশবাসীও বিভ্রান্ত হবে। ‘