নারায়ণগঞ্জে দেয়াল চাপায় তিন বোনসহ নিহত ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের পাগলায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন বোন ও এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো, লামিয়া(১২), লাবণি(৮), লিমা(৩) ও মোস্তফা(৩০)।
সোমবার সকাল ১১ টার দিকে পাগলার শান্তিনিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, পাগলার শান্তিনিবাস এলাকার চান মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। এ সময় প্রাচীরের পাশে নিহত তিন বোনসহ কয়েকজন শিশু খেলা করছিল। পরে হঠাৎ দেয়াল ধসে পড়লে তিন বোন ঘটনাস্থলেই মারা যায়। পরে মোস্তফা নামে ওই শ্রমিকও মারা যায়।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।