বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফসল বিক্রি করবে মিয়ানমার, দখলে নেবে বাড়ি-জমি

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের যেসব সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে এসেছিল; তারা নিজ দেশে ফিরতে পারলেও নিজেদের উৎপাদিত ফসল এবং বসতবাড়ি ও চাষাবাদের জমিজমা আর ফেরত পাবে না।

যদি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াও হয়, তবে তার আগেই তাদের চাষাবাদ করা জমির ফসল কেটে বিক্রি করে দেবে মিয়ানমার সরকার। এছাড়া তাদের বাড়ি ও চাষাবাদের জমিও নিয়ে নেবে সরকার।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত মিয়ানমার সরকারের কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলে ও রাখাইনের ভূমি নিয়ে অং সান সুচির সরকারের পরিকল্পনা নথি পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও পুনর্বাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত মিয়ানমারের ছয় কর্মকর্তার সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে ওই ছয়জনের কথার সূত্র ধরে এ বিষয়ে সু চি সরকারের পরিকল্পনার আগাম আভাস পাওয়া গেছে।

যাদের ফিরিয়ে নেওয়া হবে তারা নিজেদের ফসল ও জমি দাবি করতে পারবে কিনা- এ বিষয়ে রাখাইন রাজ্যের কৃষিমন্ত্রী কিয়াই লউইন বলেন, এটি তাদের ওপর নির্ভর করে। যাদের নাগরিকত্ব নেই তাদের ভূমির মালিকানাও নেই।

রয়টার্স জানিয়েছে, রাজ্য সরকারের নথি অনুযায়ী- রোহিঙ্গাদের ফেলে আসা জমির ফসল কেটে নিয়ে বিক্রি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিকল্পনা অনুযায়ী, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারলেও তারা আর নিজেদের বাড়িঘরে ফিরতে পারবে না। তাদের রাজ্য সরকারের তৈরি করা আদর্শ গ্রামে রাখা হবে। তবে জাতিসংঘ এসব গ্রামকে ‘স্থায়ী ক্যাম্প’ আখ্যায়িত করে এর সমালোচনা করে আসছে।

রাখাইন সরকারের তথ্য মতে, রাজ্যটিতে প্রায় ৭১ হাজার ৫০০ একর জমির ফসল রেখে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় ছয় লাখ রোহিঙ্গা। এসব জমির বেশিরভাগে ধান চাষ করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এসব জমিতে পুনরায় চাষাবাদের পরিকল্পনা রয়েছে সরকারের। ফলে রাজ্য কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে দ্রুত এসব জমির ধান কেটে তা বিক্রি করে দেবে সরকার।

রাজ্য কৃষিমন্ত্রী জানিয়েছেন, এসব ফসলি জমির ৪৫ হাজার একর রোহিঙ্গাদের। পরিকল্পনা অনুযায়ী, এসব জমির ১৪ হাজার ৪০০ একর জমিতে মেশিন দিয়ে চাষ করা হবে। অবশিষ্ট জমিতে কিভাবে চাষ করা হবে তা অস্পষ্ট। তবে সব জমিতে ধান চাষ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিয়ানমারে এক একর জমিতে উৎপাদিত ধানের দাম তিনশ ডলারেরও বেশি)। সে হিসেবে রোহিঙ্গাদের ফেলে আসা ধান বিক্রি করেই অন্তত কয়েকশ কোটি টাকার সমপরিমাণ অর্থ পাবে সরকার।

এ বিষয়ে রাজ্যসচিব টিন মাউং সয়ি জানান, এসব জমির ধান সরকারি গুদামে রাখা হবে। সেখান থেকে উচ্ছেদ হওয়া মানুষদের তা বিতরণ বা বিক্রি করা করা হবে। এসব জমি পরিত্যক্ত, চাষ করার কেউ নেই। ফলে সরকার এখানে চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছে।

রাখাইনের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সিও অং জানান, রোহিঙ্গারা পরিকল্পিতভাবে বসবাস করে না। কয়েকটি গ্রামে হয়ত তিনটি বাড়ি রয়েছে, কোথাও চারটি। ফলে সারিবদ্ধ এক হাজার ছোট ছোট বাড়ি তৈরি করা হবে তাদের জন্য।

সরকারের পরিকল্পনা অনুসায়ী, যেসব রোহিঙ্গারা ফেরত যাবে তাদের শুরুতে দুটি কেন্দ্রে নেওয়া হবে। সেখানে তাদের ১৬ তত্য সম্বলিত একটি ফর্ম পূরণ করতে হবে। যা স্থানীয় কর্তৃপক্ষের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

এরআগে অভিবাসন কর্মকর্তারা বছরে অন্তত একবার রোহিঙ্গা গ্রাম পরিদর্শন ও রোহিঙ্গাদের ছবি তুলতেন। ফরম পূরণের পর যেসব রোহিঙ্গা তাদের কাগজপত্র হারিয়েছেন সরকার তাদের ছবি অভিবাসন কর্মকর্তাদের কাছে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখবে। এছাড়া ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে। পরে তাদের আদর্শ গ্রামে স্থানান্তর করা হবে।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন জানান, রোহিঙ্গাদের ধান থেকে মুনাফা করা ঠিক হবে না। সহিংসতা ও অগ্নিসংযোগের ফলে পালিয়ে যাওয়ার কারণে জমিতে ধান চাষ করা মানুষকে মালিকানাহীন বলা যায় না।

অন্যদিকে, এইচআরডব্লিউর মতে, ২৫ আগস্টের পর থেকে প্রায় ২৮৮টি রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে এসবের চিত্র ও ভিডিওচিত্র পাওয়া গেছে। রোহিঙ্গাদের দাবি তাদের বাড়িঘর সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধরা পুড়িয়ে দিয়েছে। তবে মিয়ানমার সরকারের দাবি, রোহিঙ্গারা নিজেরাই দৃষ্টি আর্ষকণের জন্য এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়িয়ে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এর জের ধরে পরদিন থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা এলাকায় অভিযানে নামে। তারা রোহিঙ্গাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ, খুন-ধর্ষণ-হত্যা চালাতে থাকে। জাতিসংঘ একে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে।

প্রাণে বাঁচতে প্রায় ৬ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এরপর থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে আসছে। তবে দেশটি শুরুতে তা অগ্রাহ্য করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে কিছুটা নমনীয় হয়েছে।

তবে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক বিতর্কের মুখে পড়া মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, পালিয়ে যাওয়া মানুষের মধ্যে যারা নিজেদের মিয়ানমারের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবে, তাদের ফিরিয়ে আনা হবে।

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন