শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাঠ পুড়িয়ে কয়লা : বনাঞ্চল উজাড়, স্বাস্থ্যঝুঁকি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর বাজারের পাশে অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বনজ ও ফলজ গাছ কেটে এখানে কাঠ সরবরাহ করা হয়। এতে করে পরিবেশ ও জীববৈচিত্রের মারাত্মক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

অবৈধ চুল্লির ধোঁয়ায় শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ, নিধন করা হচ্ছে বৃক্ষ, জমি হারাচ্ছে তার উর্বরতা শক্তি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বলরামপুর বাজারের পাশে একটি জমিতে নির্মাণ করা হয়েছে চুল্লিঘর। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২৫০/৩০০ মণ কাঠ পোড়ানো হয়। কাঠ পুড়ে কয়লা হতে সময় লাগে ৮ থেকে ১০ দিন। পরে কয়লা ঠান্ডা করে বস্তায় ভরে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বলরামপুর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, কয়লা ভাটার মালিক অসিম পালিত ৪/৫ বছর ধরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছেন। ধোঁয়া ও পোড়া গন্ধে ওই এলাকায় অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়।

দোকানদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক সাংবাদিক এসে ছবি তুলে খবরের কাগজে ছাপিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। প্রশাসন চুল্লি মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

স্থানীয় বাসিন্দা মিঠুসহ অনেকে জানান চুল্লির ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করে, কাশি লাগে। ইটভাটা ও কয়লার চুলার কালো ধোঁয়ার ফলে শিশু ও সাধারণ মানুষেরা শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন মারাত্বক রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে এই ধোঁয়া পরিবেশের জন্যেও ঝুঁকিস্বরূপ।

স্থানীয় কয়েকজন কৃষক জানান চুল্লি সংলগ্ন জমিগুলোতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনের হার আগের তুলনায় অনেক কমে গেছে।

বলরামপুর কয়লা চুল্লির মালিক অসিম পালিত’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোনো খারাপ কাজ করছেন না। তিনি বিকল্প জ্বালানি তৈরি করছেন বলেও দাবি করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জানান কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। এসব চুল্লি নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সমস্ত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা