সরাইলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল সদরে সামান্য বৃষ্টিতেই লেগে গেছে হাটু পানি। তলিয়ে গেছে প্রধান সড়ক। দূর্ভোগে পড়েছে সাধারন মানুষ ও শিক্ষার্থীরা। বাধাগ্রস্থ হচ্ছে যান চলাচল। গতকাল শনিবার সকালের বৃষ্টির পরই সরাইল সদরে প্রবেশদ্বারে ও অন্নদা স্কুলের ফটকের সামনের সড়কে এ অবস্থার সৃষ্টি হয়। প্রভাবশালী দখলদার বাহিনীর দখলের কারনেই পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। এ কষ্টের শেষ কোথায়? সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঝড়ের সাথে বৃষ্টি হয়। বৃষ্টির পরই সরাইল সিএনজি ষ্টেশন থেকে অন্নদা স্কুলের মোড় ও অন্নদা স্কুলের প্রধান ফটকের সামনের জায়গা থেকে সরাইল থানা, ঠাকুর বাড়ির মোড় পর্যন্ত লেগে গেছে হাটু পানি। থমকে দাঁড়িয়েছে জনজীবন। সীমাহীন দূর্ভোগে পড়েছে পথচারিরা। কষ্টের শেষ নেই শিক্ষার্থীদের। আটকে যাচ্ছে সড়কে চলাচলকারী যানবাহন। মাঝে মধ্যে পাশের ড্রেন নামের গর্তে পড়ে যাচ্ছে পথচারীরা। এক ভীবিষিকাময় জন জীবন। অন্নদা স্কুলের সামনের চিত্রও বেদনা দায়ক। কোমলমতি শিক্ষার্থীরা কেডস ও জুতা খুলে হাতে নিয়ে পাড় হচ্ছে সড়ক। অনেকে দাঁড়িয়ে ভাবছে হাটু পানি পেরিয়ে স্কুলে প্রবেশ করবে কিনা। কিছুক্ষণ পর চলে যাচ্ছে বাড়িতে। পানিতে পড়ে যাচ্ছে তাদের বই। শিক্ষকরাও প্যান্ট উপরে উঠিয়ে প্রবেশ করছে বিদ্যালয়ে। আর সাধারন খেঁটে খাওয়া লোকজনেরও দূর্ভোগের শেষ নেই। ভুক্তভোগীরা আক্ষেপ করে বলেন, প্রভাবশালী লোভী কিছু লোক সরকারি জায়গা এমনকি পানি নিস্কাশনের খাল ও ড্রেন পর্যন্ত দখল করে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছেন। কেউ করেছেন বাড়ি। ফলে সড়কের পানি নিস্কাশন একেবারে বন্ধ হয়ে গেছে। স্থানীয় জনপ্রনিধি ও প্রশাসনের লোকজন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আইন প্রয়োগ হয় শুধু গরীবের উপর।