শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ইনজেকশন দু-বার পুশে ব্রাহ্মণবাড়িয়ায় প্রসুতি মায়ের মৃত্যু

images (4)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে এক ইনজেকশন একাধিকবার পুশের ঘটনায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এরপর নিহতের লোকজন হাসপাতালটিতে হামলা চালাতে পারে এই আশঙ্কায় সেখানে পুলিশ ডেকে আনা হয়। নিহত রোগীর নাম শাহিনা আক্তার(২৫)। তার স্বামী শহরের পৈরতলার মুক্তিযোদ্ধা জোয়াদ আলীর ছেলে নির্মান শ্রমিক জালাল মিয়া। জালাল জানান-গত ৫/৬ দিন আগে কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড হাসপাতালে তার স্ত্রীর সন্তান প্রসব হয়। এরপর তার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে আজ মঙ্গলবার সকালে আবার তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। দুপুর পৌনে ১ টার দিকে হাসপাতালে কর্তব্যরত এক নার্স তার স্ত্রীকে একই ইনজেকশন দ্বিতীয়বার পুশ করে। তখন ঐ নার্সকে ইনজেকশনটি আগে একবার দেয়া হয়েছিলো বলে জানালে সে কর্নপাত করেনি। বলে এতে কোন সমস্যা হবেনা। জালাল জানান-দ্বিতীয়বার ইনজেকশনটি দেয়ার পরই তার স্ত্রী নিস্তেজ হয়ে পড়ে। তখন হাসপাতালের ষ্টাফ ও ডাক্তাররা তার কাছে এসে বলে তার স্ত্রী জ্ঞান হারিয়েছে। কিছুক্ষন পর জালালকে রোগীর কক্ষ থেকে বের করে দেয়া হয়। তখন বলা হয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বেশ কিছুক্ষন পরে এসে জানানো হয় তার স্ত্রী মারা গেছে। এ ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের মুল গেইট বন্ধ করে দেয় । হাসপাতালে পুলিশ ডেকে আনা হয়। এরপর হাসপাতালের ভেতরে লাশটি রেখে রফাদফার চেষ্টা চালানো হয়। বিকেলে জালাল জানান-তার স্ত্রীর লাশ বাড়িতে নিয়ে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার একটা কথাবার্তা হয়েছে।

Jalal

এ জাতীয় আরও খবর