আ’লীগ নেতা আলম
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মিনহাজুল ইসলাম আলম (৪৮) গতকাল মঙ্গলবার(২১/১) সকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার নবীনগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিহির—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে রেখে যান। বাদ জোহর নবীনগর ঈঁদগা মাঠে তার প্রথম নামাজে জানাজা ও বাদ আছর তার নীজ গ্রামের বাড়ি আলমনগর গ্রামের ঈদগা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয় । তার মৃত্যুতে আ’লীগের স্থানীয় সাংসদ ফায়জুর রহমান বাদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।