নবীনগরে সেচ্ছায় অনুদানের টাকায় ২ কিলোমিটার রাস্তা নিমার্ণ করা হয় |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে প্রবাসি ও ধর্নাঢ্য ব্যাক্তিদের সেচ্ছায় অনুদান ও গ্রাম উন্নয়ন ফান্ডের টাকা দিয়ে ২ কিলোমিটার রাস্তার মাটি দিয়ে নিমার্ণ কাজ শেষ করেছে এলাকা বাসি ।
জানা যায়, প্রায় ৫ হাজার এলাকাবাসির যাতায়তের অসুবিধার কথা বিবেচনা করে কনিকাড়া ৬ নং ওয়ার্ডের প্রবাসি, ধর্নাঢ্য ব্যাক্তিদের সেচ্ছায় অনুদান ও গ্রাম উন্নয়ন ফান্ডের প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে ৩০ ফুট প্রস্ত ও ২ কিলোমিটার রাস্তা কনিকাড়া হাই স্কুল মাঠের সামনে থেকে সরকার বাড়ি পর্যন্ত রাস্তাটি মাটি দিয়ে টানা দুই মাস কাজ চলার পর নিমার্ণ কাজ শেষ হয়েছে ।
এ ব্যাপারে সাবেক মেম্বার আলী আহম্মদ ও বর্তমান মেম্বার রহমান জানান, এলাকাবাসির সহযোগিতা ও গ্রাম ফান্ডের টাকা দিয়ে ২ কিলোমিটার রাস্তার মাটির কাজ শেষ হয়েছে।