বাড়িতে আগুন, যোগাযোগ করতে ফোন নম্বর
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা সদরের বনিক পাড়ায় এক হিন্দু বাড়ির বারান্দায় রাখা লাকড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, একটি মোবাইল নম্বরে (০১৬৮৫-৮০৭২৪০) যোগাযোগ করার জন্য চিরকুট লিখে ঘরের দরজায় লাগিয়ে দিয়ে গেছে ওই চক্রটি।
গতরাতের কোনো এক সময় উপজেলা সদরের বনিক পাড়ার বাসিন্দা প্রদীপ সেনগুপ্তের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার নবীনগর থানায় জিডি করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে একই পাড়ার বাসিন্দা রতন বনিকের ঘরের দরজাতেও লাগানো অবস্থায় এ রকম একটি চিরকুট পাওয়া গেছে।
ওই নম্বরে যোগাযোগ করা না হলে পেট্রোল ঢেলে উভয় পরিবারের পুরো বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে ওই চিরকুটে।
এ ব্যাপারে রতন বনিক বলেন, ‘চিরকুটে লেখা একই ফোন নম্বরে আমি যোগাযোগ করেছিলাম। আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে তারা। না হলে বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে। ভয়ে গত রোববার তাদের দেয়া একটি বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠিয়েছি। আজ (বুধবার) রাতে আরও ৫ হাজার টাকা পাঠাবো।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ ঘটনার প্রতিকার চেয়ে প্রদীপ সেনগুপ্ত জিডি করেছেন। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।