১ সপ্তাহে ১৫০ জন রোগী : নবীনগরে ডায়রিয়ার প্রকট, স্যালাইন সংকট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত এক সপ্তাহে ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে। আবহাওয়া পরিবর্তন ও হঠাৎ প্রচন্ড শীতের কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিমোনিয়াসহ বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। গতকাল সোমবার পর্যন্ত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এক সপ্তাহে ১৫০ জন ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীরা অভিযোগ করে বলেন, হাসাপালে স্যালাইন নেই। বাহির থেকে স্যালাইনসহ বিভিন্ন ঔষধ কিনে আনতে হয়। এতে দরিদ্র রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ইউএইচও ডাঃ মোঃ সাদেক মিয়া জানান, খাবার স্যালাইনের কোন সমস্যা নেই। তবে আইভি স্যালানের চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। অচিরেই সমস্যার সমাধান করা হবে।