শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মরন নিয়ে যত কথা : আলহাজ্ব মো: নূরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা

news-image

শ্রদ্ধেয় কবি মরহুম গোলাম মোস্তফা পৃথিবীর মায়া ডোরে আবদ্ধ হয়ে তাঁর কবিতায় মনের অভিলাষ নিম্নো ভাবে পেশ করেছেন । নিখিলের এত শোভা,এত রূপ, এত হাসি গান ছাড়িয়ে যাইতে কভূ মোর নাহি চাহে প্রান ।

কবির মনের এ আকুতি শুধু তার নিজের বা বাংলার মানুষের নয়। এ আকুতি এই গ্রহের র্সবকালের র্সবযুগের মানুষের আকুতি। বেঁচে থাকার আকাংখা মানুষের চিরন্তন।
পৃথিবী নামক এই গ্রহের আকাশ-বাতাস,গাছপালা, তরুলতা নদী-নালা, সাগর মহা-সাগর এমন ভাবে মানুষকে আবিষ্ট করে রেখেছে যে কেহই এই মোহ ত্যাগ করে এই পৃথিবী হতে বিচ্ছিন্ন হয়ে মরতে চায় না।
এ ব্যাপারে শিল্পী, কবি, সাহিত্যকদের রয়েছে অজস্ত্র গান,গল্প,কবিতা, উপন্যাস।
মানুষ নিজেও মরতে চায়না এবং তার প্রিয়তম মানুষকে ও এই সুন্দর পৃথিবী হতে হারাতে চায় না ।
স্রষ্টা সৃষ্টির আনন্দে বিচিএরূপে এই জগৎ সৃষ্টি করেছেন । মানুষ ও তেমনি নিজের ভাব-কল্পনাকে বহুরূপে পরিগ্রহ করে এই জগতের মার্ধুয উপভোগ করতে চায়।তবে মানুষের মনে রাখতে হবে মরন অবশ্যম্ভাবী। জন্মিলে মরতে হবে।ইহা বাধ্যতা মূলক্।ইহার কোন বিকল্প নেই। র্ধমীয় মহা গ্রন্থ পবিএ কোরআনে আল্লাহপাক এরশাদ করেছেন” (কুল্লি নাফসি জাইকাতুল মউত)। অথাৎ প্রাণী মাএই মৃত্যর স্বাদ গ্রহন করতে হবে।
মৃত্যু মানব জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেমন : আল্লাহপাক আত্নাসমূহকে একই সময়ে সৃষ্টি করে আলমে আরওয়ায় ( আত্নার জগতে) সংরক্ষন করে রেখেছেন্ সেখান হতে আত্না সমূহ র্পযায় ক্রমে আলমে রতন (মাতৃর্গভ)এ আসছে।আলমে রতন থেকে আলমে নুযাৎ (জগৎ-সংসার) এ আসছে। আলমে নুযাৎ থেকে আলমে বরজাক (কবরের জীবন) এ যাচ্ছে। ইহাই স্বাভাবিক। মরন র্অথাৎ আলমে বরজাকই হলো পর-কালের প্রবেশ দ্বার।
আলমে নুসাৎ র্অথাৎ আমাদের এই জগৎ সংসার হলো একটি পরীক্ষা কেন্দ্র। প্রতিষ্টানিক পরীক্ষায় যেমন উহার ভাল মন্দ(পাশ-ফেল)থাকে তেমনি এই জগৎ সংসারে মৃত্যুর র্পূব র্পযন্ত ষড় রিপুর মানুষের পরীক্ষা রয়েছে।এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তাকে পরকালে তার র্নিধারিত বেহেশত বা দোযখে স্হান হবে। আর এই ভাল মন্দের অনুভূতি ভোগান্তি মৃত্যুর পরপরই আলমে বরজাকের জীবন হতেই শুরু হবে।

২য় পৃ:দ্র:

মরন স্বাভাবিক অস্বাভাবিক উভয় ভাবেই হতে পারে। অস্বাভাবিক ঘটনা বা মরন বহুভাবে হতে পারে। তাতে কাহা কেও পাপী তাপী মনে করা টিক হবে না।

কারন উহার শানে নযুল আল্লাহই জানেন। েএকটি ঘটনা হতে তা আরও স্পষ্ট হয়ে উটবে।
মূসা (আ:) একবার রাস্তায় বেড়িয়ে যেখানে যা অস্বাভাবিক বা আর্শ্চযজনক কিছু নজরে পড়ে তখন আল্লাহপাকের নিকট প্রশ্ন রাখেন ‘হে আমার রব । আপনার এই গায়েবের ভেদ বুঝলাম না। তখন আল্লাহপাক হতে প্রশ্নেরউওর পেয়ে আবার পথ চলতে থাকেন।আল্লাহপাক এক র্পযায়ে বললেন, ‘হে মূসা(আ:) আমি যা জানি আপনি তা জানেন না।
আপনার সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে,সেই জঙ্গলের রাস্তা ধরে ভিতরে প্রবেশ করেন।’ মূসা (আ:) তাই করলেন। জঙ্গলের কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলেন একটি খেলার মাঠ। উহাতে কিশোর, যুবকরা খেলা ধূলা করছে।আল্লাহপাক র্নিদেশ দিলেন তিনি যেন জঙ্গলেই অবস্থান করেন।এবং কোন কিছুর প্রতিবাদ না করে শুধু লক্ষ্য করেন।
কিছুক্ষনের মধ্যে সেখানে এ সওদাগর তার লোক লস্কর নিয়ে প্রবেশ করলেন।তিনি কিছুক্ষন মাঠ ঘুরে আমো প্রমোদ করে মাঠ ত্যাগ করলেন। কিন্তু যাওয়ার বেলায় মনের ভূলে টাকার থলিঠা ফেলে গেলেন। খেলা শেষে টাকার ব্যাগটির প্রতি এক ছেলের নজর পড়ল।
সে ও তার পরিবার খুব র্অথ কষ্টে ছিল।ছেলেটি টাকার ব্যাগটি নিয়ে গেল।
মাঠ খালি হয়ে গেল। কতক্ষন পর এক অন্ধ ভিক্ষুক পথ ভুলে লাঠি টুকতে টুকতে এই মাঠে এসে ঢুকল।তারই মাঝে টাকার ব্যাগের খোঁজে সওদাগর এসে হাজির হলেন।
সওদাগর টাকার ব্যাগ খুজে না পেয়ে রেগে গেলেন। দেখলেন সেখানে এক জন অন্ধ ভিক্ষুকটি ছাড়া আর কেউ নেই। অন্ধভিক্ষুককে টাকার ব্যাগ সর্ম্পকে জিজ্ঞেস করলে সে কিছুই জানে না বলে উওর দিলেন। তাতে সওদাগর সন্তুষ্ট হতে পারলেন না।
তলোয়ারের এক আঘাতে অন্ধকে কতল করে ফেললেন। মূসা (আ:) আতংকে উঠলেন।
আর বললেন,হে খোদা তোমার গায়েবের ভেদ বুঝলাম না। তখন আলীমূল গায়েব আল্লাহপাক বললেন।‘হে মূসা তবে শুনুন। যে ছেলেটি টাকার ব্যাগ পেয়েছে তার বাবা ও অন্ধ লোকটির বাবা সওদাগরের বাবার সাথে ব্যবসা করতো।
সওদাগরের বাবা ও ছেলেটির বাবার সাথে প্রতারনা করেছে। তাকে ঠকিয়েছে। তাই টাকার থলিটি ছেলেটিকে পাওয়ার সুযোগ করে দিলাম। আর অন্ধলোকটির বাবার হাতে সওদাগরের বাবা নিহত হয়েছিল। তার পরিনতিতে অন্ধকে জীবন দিতে হল। এই ঘটনা হতে বুঝা যায় যে কোন কিছুর শানে নজূল থাকে। তবে শানে নযুলের খবর একমাএ আলীমূল।

আসছে বাকী কথা আগামীকাল……..

লেখক: চেয়ারপারসন-আমাদের-ব্রাক্ষণবাড়িয়া.কম
উপদেষ্টা-তিতাস-র্বাতা
জীবন সদস্য-বাংলা একাডেমী।
সভাপতি-কৃষ্ণনগর আ: জব্বার উচ্চ-বিদ্যালয় পরিচালনাপদে
নবীনগর,ব্রাক্ষণবাড়িয়া।

এ জাতীয় আরও খবর

পুর ভরা আলুর দম তৈরির রেসিপি

‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

যুব বেকারত্ব গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে : ড. ইউনূস

পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নবীনগরে গত এক সপ্তাহে জুঁই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ : দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে ৭ জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ জমা

সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হবে: পর্যটন উপদেষ্টা

তৃতীয় সন্তানের মা হওয়ার খবর দিলেন রিয়ানা

সিঙ্গাপুরে মালয়েশিয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

পিআর পদ্ধতির নির্বাচনে স্বৈরতন্ত্র চালু হবে: সালাহউদ্দিন আহমদ