পিআর নয়, আরপিও ও সংবিধান অনুযায়ীই হবে নির্বাচন: সিইসি
নিজস্ব প্রতিবেদক : পিআর নয়, বর্তমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন চাইলে সংবিধান ও আরপিও সংশোধন করতে হবে। আইন না বদলে কিছু করার সুযোগ নেই।’
ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে। পর্যবেক্ষকরা আসলে কোনো সমস্যা নেই। আমরা কিছু লুকাবো না, চাপাও দেবো না।’
সম্প্রতি কানাডা সফরের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটিং চালু করা হয়েছে। তিনি বলেন, ‘কানাডায় প্রবাসীদের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা বাড়ছে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘পোস্টাল ভোটিং এখন হাঁটি হাঁটি পা পা করছে। এটি আরও প্রসারিত হবে। সরকারও সহযোগিতা করছে।’
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সিইসি বলেন, ‘২২টি দলের বিষয়ে তদন্ত শেষে এখন যাচাই-বাছাই চলছে। অভিযোগ-আপত্তি নিষ্পত্তি করতে সময় লাগছে। আমরা চাচ্ছি, সঠিকভাবে তথ্য যাচাই করে যেন ভুল না হয়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করলেও কমিশনের সিদ্ধান্ত এখনও হয়নি। সিইসি জানান, এ বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নাগরিক ঐক্য একই প্রতীক চাইলেও তা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, এটা নিয়ে আলোচনার কিছু নেই। আইন অনুযায়ী কাজ করব। এনসিপি চিঠি দিয়েছে, সেটি কমিশনে বসে দেখা হবে।’