‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’
বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি ক্রিকেট নিয়ে তার একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।
এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চমক। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো।’ এর নিচে তিনি বাংলাদেশ বনাম পাকিস্তান লিখে আজকের ম্যাচকে ইঙ্গিত করেন।
চমকের এই পোস্টে তার ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাঁচা-মরার লড়াই, আজকে জিততেই হবে।’
উল্লেখ্য, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।