নবীনগরে গত এক সপ্তাহে জুঁই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ : দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যাকান্ডের গত এক সপ্তাহেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল ‘জুঁই হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। তারা জুঁইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পরিবার, মানববন্ধনের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এলাকাবাসী জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা লাশ উদ্ধার করার পর অজ্ঞাত ও আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারা প্রশাসনের কাছে নিহত জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফারজানা আক্তার জুঁই ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন। তার বাবার নাম আবুল হাসনাত।

এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে লাউর গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে। নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। ঘটনার দুই দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।