সিঙ্গাপুরে মালয়েশিয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে হেরোইন পাচারের অভিযোগে মালয়েশিয়ার নাগরিক কু. দাচ্চিনামূর্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানায়। ৩৯ বছর বয়সী কু. দাচ্চিনামূর্তি ২০১১ সালে ৪৪ দশমিক ৯৬ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তার ফাঁসি কার্যকর রোধে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। গত ২১ সেপ্টেম্বর দাচ্চিনামূর্তির ফাঁসির সরকারি নোটিশ পাওয়া যায়। সেই নোটিশের ছবি ও দাচ্চিনামূর্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
২০১১ সালে গ্রেপ্তারের পর ২০১৫ সালে দাচ্চিনামূর্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও তিনি সিঙ্গাপুর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পান এবং সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালান। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস