সবচেয়ে বেশি ক্যাচ মিস ভারতের
স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপে ফিল্ডিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ছেড়েছে সর্বাধিক ক্যাচ। এমনকি হংকংয়ের মতো সহযোগী দেশকেও পেছনে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। তবু এই ভারতই সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে।
গতকাল বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারত ছেড়েছে পাঁচটি ক্যাচ। এর মধ্যে সাইফ হাসান একাই চারবার জীবন পান, খেলেন ৬৯ রানের ইনিংস। টি–টোয়েন্টি ইতিহাসে কোনো এক ব্যাটারের বিপক্ষে ভারতের ফিল্ডারদের এটাই সর্বোচ্চ ক্যাচ মিস।
এটিই প্রথম নয়। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের আগের ম্যাচে ফিফটি করা শাহিবজাদা ফারহানকেও দু’বার জীবন দেয় ভারতীয় ফিল্ডাররা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী—তার বলেই মোট চারটি সহজ ক্যাচ ফসকে যায়।
মোট হিসেবে ভারত এশিয়া কাপে এখন পর্যন্ত ছেড়েছে ১২টি ক্যাচ। তালিকায় দ্বিতীয় হংকং ছেড়েছে ১১টি। বাংলাদেশ আছে তৃতীয় স্থানে ৮ ক্যাচ মিস নিয়ে। এরপর শ্রীলংকা (৬)।
অন্যদিকে যাদের নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্ডিং নিয়ে ঠাট্টা করা হয়, সেই পাকিস্তান এবার রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে। পুরো টুর্নামেন্টে তাদের ক্যাচ মিস মাত্র ৩টি। ক্যাচ সাফল্যের হারে সবার ওপরে তারাই—৮৬.৩ শতাংশ। এরপর বাংলাদেশ ৭৪.১ শতাংশ, আর ভারত অনেকটা পিছিয়ে ৬৭.৫ শতাংশে। সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে কম, মাত্র ২ ক্যাচ ছেড়েছে।
প্রশ্ন উঠছে—এত ক্যাচ মিস হচ্ছে কেন? কারণ হিসেবে আলোচনায় এসেছে আরব আমিরাতের স্টেডিয়ামের ফ্লাডলাইট। এখানে ব্যবহৃত ‘রিং অব ফায়ার’ ডিজাইনের আলো ক্রিকেটের জন্য তুলনামূলক নতুন। ফুটবলে আগে থেকেই এর ব্যবহার থাকলেও ক্রিকেটারদের জন্য এটি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আলো সরাসরি ফিল্ডারের চোখের নিচে পড়ে, ফলে দ্রুত আসা সাদা বল মুহূর্তে ধরতে সমস্যা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে জয় শেষে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও এই বিষয়টি উল্লেখ করেন, ‘আমাকে যদি জিজ্ঞাসা করেন, বলব অবশ্যই রিং অব ফায়ার সমস্যার কারণ। এটা ক্যাচ ধরতে বাধা তৈরি করে। তবে অজুহাত দেখালে হবে না। এই স্তরে মানিয়ে নিতেই হবে। আমরা ফাইনালে পৌঁছে গেছি, এখন আর এভাবে ক্যাচ মিস করা চলবে না।’