মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতদের নিয়ে গতকাল বুধবার দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে ৪টি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।