চাঁদের মাটি দিয়ে ইট তৈরি করবে চীন
আন্তর্জাতিক ডেস্ক : চাঁদে বসতি তৈরিতে একধাপ এগিয়ে গেল চীন। ইতিমধ্যে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটি।চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চন্দ্রপৃষ্ঠে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা এমন এক বিশেষ যন্ত্র তৈরি করেছেন, যা চাঁদের মাটি গলিয়ে ইটে রূপান্তর করতে সক্ষম।
চীনের আনহুই প্রদেশের হফেই শহরে চলমান ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন ২০২৫-এ প্রযুক্তিটি প্রদর্শন করা হয়। ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, যন্ত্রটিতে প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সূর্যের আলোকে ১,৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা সম্ভব, যা চাঁদের মাটি গলিয়ে ইট বানাতে কাজে লাগবে। ভবিষ্যতে এসব ইট দিয়ে চাঁদে সড়ক, ভবন ও গবেষণা স্টেশনের মতো অবকাঠামো নির্মাণ করা যাবে বলে দাবি গবেষকদের।
যন্ত্রটির কার্যকারিতা যাচাই করতে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরি সিমুলেটেড লুনার সয়েল ব্যবহার করেছেন এবং তাতে সফলতা পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি চাঁদে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি নিশ্চিত করার পথে একটি বড় অগ্রগতি।
চীন ইতোমধ্যেই আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন নির্মাণ পরিকল্পনা হাতে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে, আর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন হবে ২০৪০-এর দশকে।