শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে পিতাকে হত‍্যার ঘটনায় ছেলে আটক : হত‍্যায় ব‍্যবহ্নত পাইপ উদ্ধার

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর  : নাসিরনগরে আলম মিয়া (৬০) নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় একমাত্র ছেলে ফাহাদ হাসান মাহমুদুলকে আটক করা হয়েছে। পরে ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আটক ফাহাদ হাসান মাহমুদুল নিহত  আলম মিয়ার একমাত্র ছেলে। মাহমুদুল পিতার সাথে ব্যবসা দেখাশোনা করতেন।গত ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ায় নিজঘর থেকে ব‍্যবসায়ি আলম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলম মিয়া ফান্দাউক ইউনিয়নের ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফান্দাউক বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।

পিতা আলম মিয়ার হত্যার এ ঘটনায়   মাহমুদুল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তের দ্বায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সে সময় নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়, প্রায় ২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আলম মিয়া লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সন্তান নেওয়া নিয়ে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয় তাদের মধ্যে। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় আমেনা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠে।
কিন্তু পিবিআই ঘটনার তদন্তে অন্যকিছু পায়। আজ বৃহস্পতিবার  আটক করা হয় নিহতের একমাত্র ছেলে মাহমুদুলকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, মূলত পিতার  সম্পত্তির জন্যই মাহমুদুল এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ বেলাল জানান, মামলা তদন্তধীন। আলম মিয়ার ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাইপটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

পুর ভরা আলুর দম তৈরির রেসিপি

‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

যুব বেকারত্ব গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে : ড. ইউনূস

পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নবীনগরে গত এক সপ্তাহে জুঁই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ : দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে ৭ জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ জমা

সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হবে: পর্যটন উপদেষ্টা

তৃতীয় সন্তানের মা হওয়ার খবর দিলেন রিয়ানা

সিঙ্গাপুরে মালয়েশিয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

পিআর পদ্ধতির নির্বাচনে স্বৈরতন্ত্র চালু হবে: সালাহউদ্দিন আহমদ