সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ঢাকাতেই ভোগান্তি, হেমায়েতপুর থেকে শ্যামলী সড়কে ধীরগতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তরে আজই ছিল শেষ কার্যদিবস। কার্যত ঈদযাত্রায় সর্বোচ্চ চাপ এখন গাবতলী-টেকনিক্যাল, কল্যাণপুরে। কোথাও যানজট, কোথাও ধীরগতির কারণে উত্তরবঙ্গ রুটের অধিকাংশ ঢাকা ফেরত বাস পড়ছে ভোগান্তিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর কল্যাণপুর-শ্যামলী পর্যন্ত সড়কে যান চলাচলে গাড়ির জট, কোথাও ধীরগতি। সংগত কারণে সব রুটের বাস আধা ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে ছাড়ছে।

বুধবার (৪ জুন) রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গাবতলী পর্বতা সিগনাল থেকে মাজার রোড, টেকনিক্যাল পর্যন্ত সড়কে তীব্র যানজট। থেমে থেমে কিছুক্ষণ পর পর সচল হচ্ছে গাড়ির চাকা। ঈদযাত্রার এই সময়েও গাবতলীর মতো সড়কে হরহামেশা চলতে দেখা গেছে ব্যাটারিচালিত অটোরিকশাও।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মাজার রোড ও টেকনিক্যাল, কল্যাণপুর খালেক পাম্প সিগনালে ইউটার্ন বন্ধ রেখেছে ট্রাফিক পুলিশ। ঈদযাত্রার দূরপাল্লার বাসসহ বড় বড় সব যানবাহনকে গণভবন ও আসাদগেট গিয়ে ইউটার্ন নিতে পারছে। তার ওপর ঈদযাত্রার যাত্রীদের যত্রতত্র পারাপার, গরুর সঙ্গে হেঁটে সঙ্গে একদল মানুষও– এসবও সড়কে ধীরগতির কারণ। যে কারণে সড়কে গতি কমেছে।

গাবতলী বালুরমাঠ হানিফ কাউন্টারের সামনে সড়কে আটকে থাকা ফিরতি যাত্রার হানিফ পরিবহনের একটি বাসের হেলপার বলেন, গাবতলী-আমিনবাজার ব্রিজের পর থকে আউটগোয়িং রাস্তা ক্লিয়ার। কিন্তু ফিরতি সড়কে ধীর গতি। এক ঘণ্টা লাগছে শুধু হেমায়েতপুর থেকে পর্বতা সিগনাল ক্রস করতে।

শ্যামলী পরিবহনের আরেকটি বাসের চালকও একই কথা জানান। তিনি বলেন, এবার এখন পর্যন্ত ঈদযাত্রায় ঢাকাতেই ভোগান্তি। হাইওয়েতে এখনো যানজটের দেখা মেলেনি।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন ঢাকা পোস্টকে বলেন, সড়কে যানজট নেই, তবে ধীরগতি আছে। গাবতলী থেকে আসাদগেট পর্যন্ত প্রায় পুরোটা পথ ওয়ানওয়ে করা হয়েছে। যাতে করে সড়ক গতিশীল থাকে। ট্রাফিক মিরপুর বিভাগের মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে ভোগান্তির মতো পরিস্থিতি তৈরি না হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকায় ঢুকতে সমস্যা হচ্ছে শুনেছি। তবে আমার এলাকায় অর্থাৎ শ্যামলী থেকে আসাদগেট পর্যন্ত ইনকামিং সড়কে যানজট নেই। শ্যামলী থেকে মাজার রোড পর্যন্ত সড়কের বাম পাশে রাস্তা কেটেছে ডেসকো। তবে গতকাল (মঙ্গলবার) ও আজ কাটা অংশে খোয়া ও বালি ভরাট কাজ শুরু হয়েছে। সে কারণে একটু সমস্যা কোথাও কোথাও।

গাবতলী বালুর মাঠের হানিফ পরিবহনের কাউন্টারে বসা অনেক যাত্রী। তাদের একজন আনারুল ইসলাম বলেন, ঢাকা থেকে দিনাজপুর বিরল রুটের বাসের টিকিট কেটেছি। ৯টা ৫০ মিনিটে বাস ছাড়ার কথা। কিন্তু সে বাস এলো ১১টায়। অধিকাংশ রুটের বাসই পৌনে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে