মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট
অনলাইন ডেস্ক : দেশের রাজনৈতিক অঙ্গণে চাপা উত্তেজনা বিরাজ করছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন।
এরই মাঝে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরেন।
তিনি লিখেন,‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’- যার অর্থ,‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সরকারের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে গতকাল বৃহস্পতিবারই পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চেয়েছিলেন। কয়েকজন উপদেষ্টা তাকে তার অবস্থান পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন। আগামীকাল শনিবার উপদেষ্টাদের সাথে আলোচনা করে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে, তাকে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ না করতে অনুরোধ জানানো হচ্ছে। সবাই মনে করছেন, এই অবস্থায় দেশ যেখানে আছে, এখন ড. ইউনূস পদত্যাগ করলে দেশ একটি গভীর সঙ্কটে পড়বে। কারণ তিনি যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছেন, আন্তর্জাতিক মহল থেকেও বেশ সমর্থণ পাচ্ছেন। তার বড় উদাহারণ, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ভারত ছাড়া কোনো দেশ বিবৃতি দেয়নি।