শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ কোম্পানির দুর্নীতিতে ডুবছে বীমাশিল্প

news-image

আবু আলী
পাঁচটি জীবন বীমা কোম্পানির অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সৃষ্ট আস্থাহীনতায় ডুবতে বসেছে পুরো বীমাশিল্প। দেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৪ হাজার ৩৭৫ কোটি টাকা। এর মধ্যে ৫টি কোম্পানিরই অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ৩ হাজার ৮২৯ কোটি টাকা। অর্থাৎ জীবন বীমার মোট অনিষ্পত্তি দাবির ৮৭ শতাংশই এই ৫ কোম্পানির।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, চার ভাগের এক ভাগ জীবন বীমা প্রতিষ্ঠান আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনায় জড়িত হওয়ায় পুরো খাতটি সংকটাপন্ন হয়ে পড়েছে। তাদের মতে, রাজনৈতিক ও আইনি সীমাবদ্ধতায় বড় ধরনের ব্যবস্থা নিতে পারেনি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এজন্য আন্তর্জাতিক চর্চার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। বীমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব কোম্পানির স্থায়ী সম্পদ বিক্রি করে গ্রাহকের দাবি নিষ্পত্তি করে বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে হবে।

আইডিআরএর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জীবন বীমা ও সাধারণ বীমায় অনিষ্পত্তি দাবি রয়েছে ৭ হাজার ১০ কোটি টাকা। এর মধ্যে জীবন বীমায় অনিষ্পত্তি রয়েছে ৪ হাজার ৩৭৫ কোটি টাকা। সাধারণ বীমায় অনিষ্পত্তি দাবির পরিমাণ ২ হাজার ৬৩৫ কোটি টাকা।

আইডিআরএর প্রতিবেদন অনুসারে, দেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৯৯ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে ১০টি কোম্পানি; ৯০

শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে ১২টি কোম্পানি; ৮০ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে ২টি কোম্পানি এবং চারটি কোম্পানি ১০ শতাংশেরও কম বীমা দাবি পরিশোধ করেছে।

বীমা সংশ্লিষ্টরা বলছেন, বকেয়া বীমা দাবির এই হার অনেক বেশি। এ কারণেই মানুষের আস্থার সংকটে রয়েছে বীমা খাত। মানুষের আস্থা বাড়াতে হলে বীমা দাবি পরিশোধের পরিমাণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে খাতটির প্রতি সরকারের সুদৃষ্টি প্রয়োজন।

আইডিআরএ বলছে, যেসব বীমা কোম্পানির দাবি নিষ্পত্তির হার খুবই কম সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি কোম্পানির পরিচালকদের সঙ্গে গভর্ন্যান্স রিভিউ সভা করে দ্রুত দাবি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে বলা হয়েছে।

আইডিআরএর তথ্য অনুসারে, বীমা খাতকে ডুবিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০২৪ সালে অনিষ্পত্তি বীমা দাবির পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। কোম্পানিটি মাত্র ১৯৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা মোট দাবির ৬ দশমিক ৫৯ শতাংশ। বীমা দাবি পরিশোধে সবচেয়ে পিছিয়ে রয়েছে সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স। কোম্পানিটি মাত্র ২ শতাংশ অর্থাৎ ১২ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এখনও দাবি রয়েছে ৫৮৬ কোটি টাকা। এস আলম গ্রুপের পদ্মা ইসলামী লাইফ মাত্র ৪ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে। কোম্পানিটির এখনও বীমা দাবি রয়েছে ২৪৯ কোটি টাকা। বায়রা লাইফে গ্রাহকের বীমা দাবি ৭৭ দশমিক ৬৬ কোটি টাকা। কোম্পানিটি মাত্র ৭ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে। প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স মাত্র ১৭ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে। এখনও বীমা দাবি রয়েছে ১৬৫ কোটি টাকা।

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শহিদুল ইসলাম আমাদের সময়কে বলেন, ইতোমধ্যে গ্রাহকের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পদ বিক্রি করে গ্রাহকের দাবি পরিশোধ করা হবে। সম্পদ বিক্রির জন্য আইডিআরএর অনুমোদন পাওয়া গেছে। আশা করি আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে বড় ধরনের দাবি পরিশোধ করতে পারব।

এদিকে সংকটের মধ্যেও ১০টি কোম্পানি ৯৯ শতাংশ বীমা দাবি পরিশোধ করেছে। এগুলোর মধ্যে রয়েছে আলফা ইসলামিক লাইফ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ, পপুলার লাইফ ইনস্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সোনালী লাইফ, মার্কেন্টাইল, সন্ধানী, মেঘনা ও রূপালী লাইফ ইনস্যুরেন্স।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ আমাদের সময়কে বলেন, চার থেকে পাঁচটি কোম্পানির জন্য পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষ বীমা খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ কারণে নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।

জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান আমাদের সময়কে বলেন, বেশির ভাগ কোম্পানি বীমা দাবি পরিশোধ করছে। হাতে গোনা কয়েকটি কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না। তাদের ফান্ড নেই। প্রয়োজনে তাদের স্থায়ী সম্পদ বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধ করতে হবে। আইডিআরএ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং ইন্স্যুরেন্স ফোরাম সমন্বিতভাবে কাজ করলে মানুষের আস্থা বাড়বে।

আইডিআরএর উপ-পরিচালক মো. সোলায়মান আমাদের সময়কে বলেন, কোম্পানিগুলো যাতে গ্রাহকের দাবি পরিশোধ করে সেটার ওপর আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর পরও যারা বীমা দাবি পরিশোধে ব্যর্থ হবে, প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করে বীমা দাবি পরিশোধ করা হবে।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আমাদের সময়কে বলেন, বিশ^াস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বীমা নিয়ে দেশের মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এ ছাড়া ছোট অর্থনীতির জন্য এত বীমা কোম্পানি দরকার আছে কিনা তা দেখার সময় এসেছে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটিকে আন্তর্জাতিক চর্চার মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।