শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি ও নবীনগরের  নেতাকর্মীরা  জেলা বিএনপিতে স্থান পাওয়ায় তাদের স্বাগত জানিয়ে  নবীনগরের   মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস এর নেতৃত্বে বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল  ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে  আলিয়াবাদ গোলচত্বর থেকে  কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে  আনন্দ মিছিলটি শুরু হয়ে  সমবায় মার্কেটের সামনে এসে পথ সবায় মিলিত হয়। পথ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে  পথ  সভায়  বক্তব্য রাখেন   জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক  ও নবীনগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সহ-সভাপতি  অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য  মোহাম্মদ আবু সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান  ফারুক আহমেদ,  জেলা বিএনপির সদস্য হযরত আলী, ফোরকান উদ্দিন, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, মফিজুল ইসলাম মুকুল, যুবদলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম প্রমূখ।
উল্লেখ্য- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির  যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে তাতে  নবীনগরের ২৭  জন বিভিন্ন পদে স্থান পেয়েছে।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। বক্তব্যে বিএনপি নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে  বলেন  যত দ্রুত সম্ভব নির্বাচন দিন গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত  করতে হলে আবার সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, আগামী  সংসদ নির্বাচনে কাজী নাজমুল  হোসেন  তাপসকে নবীনগর থেকে মনোনয়ন দিতে হবে  নতুবা প্রয়োজন হলে  আমরা কেন্দে গিয়ে অবস্থান কর্মসূচি  পালন করব। নবীনগরের মাটি তাপসের ঘাটি তাই তাকেই মনোনয়ন  দিতে হবে।