অর্থনীতিতে স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বারোপ
আবু আলী
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধারে নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাজেট প্রস্তুত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম বাজেট।
দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসানের পর এবার সম্পূর্ণ ব্যতিক্রমী একটি কল্যাণমুখী বাজেট প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে সর্বক্ষেত্রে বৈষম্য কমিয়ে এনে একটি নতুন যুগের সূচনা করতে চাইছে সরকার। বিশেষ করে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ থাকবে নতুন বাজেটে। এ লক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি, গ্রামীণ অবকাঠামো পুনর্গঠন, সামাজিক নিরাপত্তায় জোর, ঋণনির্ভরতা থেকে ক্রমেই বেরিয়ে আসা এবং অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ না করার মতো কর্মসূচিতে জোর দেওয়া হবে আগামী বাজেটে। জানা গেছে, আগামী ২ জুন আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এটি উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সরকার সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে। ঈদুল আজহার ছুটির কারণে এবার বৃহস্পতিবারের বদলে সোমবার বাজেট ঘোষণা করা হবে।
বর্তমান সাংবিধানিক নিয়মানুসারে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো টেলিভিশনে বাজেট ঘোষণা করছে কোনো অন্তর্বর্তী সরকার। এর আগে ২০০৭-০৮ সালে টেলিভিশনে দুটি বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
এদিকে গত শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সার্বিক বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, মানুষ যাতে স্বস্তি পায় সে বিষয়ে নজর দিতে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
আসন্ন বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান তৈরি, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সহায়ক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়, বাজেটে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকারের কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়ক হয় এমন সুনির্দিষ্ট কার্যক্রমের বিপরীতে অর্থ বরাদ্দ দিতে হবে। আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের প্রাক্কলন এমনভাবে তৈরি করতে হবে যেন তা মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর বাজেট ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত ব্যয়সীমার মধ্যে হয়। এ ছাড়া সাধারণভাবে বাজেটে কোনো প্রকার থোক বরাদ্দ প্রস্তাব করা যাবে না।
জানা গেছে, বাজেটের অগ্রাধিকার খাতের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্বসহকারে বিবেচনায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে মানুষের কষ্ট বৃদ্ধি না পায়; মানুষ যাতে স্বস্তি পায়। এ জন্য বাজেটে মূল লক্ষ্য ঠিক করতে বলা হয়েছে, মানুষের উন্নয়ন ও উন্নতি করাকে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রধান উপদেষ্টা দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি চান আগামী বাজেটে যেন এর প্রতিফলন ঘটে। বরাবরের মতো শিক্ষা ও স্বাস্থ্য খাতকেও গুরুত্ব দিতে বলেছেন তিনি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট ভাঙতে স্থায়ী কমিশন গঠন করার ঘোষণা আসতে পারে। এ ছাড়া রপ্তানিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপ, এলডিসি গ্রাজুয়েশন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসনে প্রকল্প গ্রহণ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও নিজ দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান ঠিক রাখা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নের গতি বেগবান করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উল্লেখযোগ্য সংস্কারে নজর দেবে সরকার। সার্বিকভাবে আর্থ-সামাজিকভাবে বৈষম্য কমানোর যে তাড়না থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, তা পূরণে সব ধরনের উদ্যোগ থাকবে বাজেটে।