সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবিক্রীত থেকে যাচ্ছে মানসম্পন্ন দেশি পাথর

news-image

ঋণনির্ভর হয়ে পড়ছে এমজিএমসিএল
দেশের একমাত্র পাথর উত্তোলনের খনি দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)। এই খনির পাথর অত্যন্ত মানসম্পন্ন হলেও অবিক্রীত থেকে যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্প ছাড়া গ্রাহক পর্যায়ে বিক্রি নেই বললেই চলে। কারণ হিসেবে বলা হচ্ছে, ভুটান ও ভারত থেকে আমদানিকৃত পাথরের দাম কম। ফলে বিদেশি পাথরেই গ্রাহকের বেশি আগ্রহ। এতে আর্থিক সংকটে আছে পেট্রোবাংলার অধীন ভূগর্ভস্থ কঠিন শিলা উত্তোলন প্রতিষ্ঠান এমজিএমসিএল। সংকট মোকাবিলায় উৎপাদন খরচের তুলনায় কম দামে পাথর বিক্রি করেও মজুদ কমাতে পারছে না প্রতিষ্ঠানটি। কার্যক্রম চালিয়ে যেতে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী ডিএম জোবায়ের হোসেন আমাদের সময়কে বলেন, পাথর কম বিক্রি হওয়ার প্রধানত দুটি কারণÑ একটি হলো বিদেশি পাথরের দাম মধ্যপাড়ার পাথরের তুলনায় কম, অন্যটি মধ্যপাড়ায় দেশের মোট চাহিদার তুলনায় মাত্র ৮ থেকে ১০ শতাংশ উৎপাদন হয়। এ ছাড়া মধ্যপাড়া থেকে দেশের অন্যান্য জেলায় পরিবহন খরচও বেশি পড়েÑ ফলে বিক্রি কম হয়। তিনি জানান, রেল ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে এখান থেকে পাথর সরবরাহ করা হয়। তবে দাম কম ধরার কারণে কোম্পানির লোকসান হচ্ছে। কারণ উৎপাদন খরচ থেকে দাম কম পড়ে যায়।

চলতি বছরের মার্চ মাসে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে জ্বালানি বিভাগের একজন অতিরিক্তি সচিব জানিয়েছেন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানিতে প্রতিদিন উত্তোলিত পাথরের পরিমাণ ৫ হাজার ৫০০ টন। যার মধ্যে ১৭ শতাংশ বোল্ডার। অর্থাৎ প্রায় ৯৩৫ টন বোল্ডার পাথর উৎপাদিত হয়। বছরে প্রায় দুই লাখ ৬০ হাজার ৪৪০ টন। তবে পাথর বিক্রি না হওয়ায় প্রায় তিন লাখ টন পাথর মজুদ রয়েছে। তিনি বলেন, বিনা শুল্কে ভুটান থেকে অনেক বেশি পরিমাণে পাথর আমদানি করায় দেশি পাথর বিক্রি হচ্ছে না। ভুটান থেকে বোল্ডার পাথরের টনপ্রতি আমদানি মূল্য ১৪ মার্কিন ডলার বা ১৭০৮ টাকা। আর অন্যান্য উৎস হতে টনপ্রতি পাথর আমদানি মূল্য পড়ে ২৩ দশমিক ৩৮ ডলার বা দুই হাজার ৮৫২ টাকা। অন্যদিকে মধ্যপাড়ার বোল্ডার পাথরের গড় দাম পড়ে প্রতিটন তিন হাজার ৮ টাকা। অর্থাৎ বিদেশি পাথরের তুলনায় দেশি পাথর টনপ্রতি আড়াইশ টাকা বেশি।

বৈঠকে সামগ্রিক বিষয়টি উল্লেখ করে আরেকজন যুগ্ম সচিব ভুটান থেকে বিনা শুল্কে পাথর আমদানি বন্ধের আহ্বান জানান। তবে শুল্কনীতির এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলির মধ্যে রয়েছে ভুটান থেকে বোল্ডার পাথর আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, শুল্ক বিভাগকে বলা হয়েছে, ভুটান থেকে পাথর আমদানির ক্ষেত্রে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তিটি পুনঃপর্যালোচনা করা যায় কিনা; পদক্ষেপ নিতে। এ বিষয়ে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আমদানিকৃত পাথরের যৌক্তিক দাম কত হতে পারে সেটার একটা সুনির্দিষ্ট প্রস্তাব দাখিল করবে।

খনি হতে পাথর উত্তোলনে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, পাথর উত্তোলনের জন্য বিস্ফোরক আমদানি করতে হয়। ওই বিস্ফোরক দ্রব্য ও প্রিন্ড অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি পর্যায়েও শুল্ক রয়েছে। এর সঙ্গে পাথর উত্তোলনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল, কোম্পানির পরিচালন ব্যয়, বিস্ফোরক মূল্য, সিডি ভ্যাট, আয়কর, রয়ালটিসহ নানা খরচের কারণে পাথরের উত্তোলন খরচ বেশি হচ্ছে। ফলে আমদানিকৃত পাথরের তুলনায় দেশি পাথরের দাম বেশি পড়ে যাচ্ছে।

মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, সরকার দুটো উপায়ে মধ্যপাড়া খনিকে লাভজনক করতে পারে। এক. সরকারি যেসব প্রকল্পে পাথর সরবরাহ করা হয় সেখানে দামটা বাজার দর বা বর্তমান ডলার দরের হিসাব ধরে নির্ধারণ করে দিলে। দুই. একই সঙ্গে পাথর উত্তোলনে যেসব বিস্ফোরক দ্রব্য আমদানি করতে হয়, সেখানে শুল্ক কমিয়ে দিলেই উৎপাদন খরচ কম হবে। এটা না করলে মধ্যপাড়া খনি দিন দিন একটি লোকসানি কোম্পানিতে পরিণত হবে।

সূত্র জানায়, মধ্যপাড়া খনি প্রতিবছর প্রায় দেড় মিলিয়ন টন পাথর উত্তোলন করে। দেশের বার্ষিক চাহিদা দুই দশমিক ১৬ কোটি টন। তবু পাথর বিক্রি হচ্ছে না। উত্তোলিত পাথরের একটি অংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেওয়ার কথা থাকলেও তারা নিচ্ছে না। ইয়ার্ডে পড়ে থাকছে। পাশাপাশি ভারত ও ভুটান থেকে কম দামে পাথর আসায় দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা উত্তোলন প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারছে না। অপর্যাপ্ত বিপণন ব্যবস্থা ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে