আবারও হারল মায়ামি, মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন
স্পোর্টস ডেস্ক : হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। আজ সোমবার সকালে ঘরের মাঠেই রাজ্য প্রতিদ্বন্দ্বী ওরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে হারল লিওনেল মেসির দল। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে মায়ামি।
ওরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে ৬৫ শতাংশ সময়ই নিজেদের দখলে বল রেখেছে মায়ামি। তবে আসল কাজ অর্থাৎ, গোলই আদায় করতে পারেননি মেসিরা। ফ্লোরিডা ডার্বিতে দুই বছর ও চার ম্যাচ পর ওরল্যান্ডোর কাছে হারল তারা। মেসিকে নিয়ে এই প্রথম তাদের বিপক্ষে হারল মায়ামি।
একসময়ে মেসি-লুইস সুয়ারেসদের সতীর্থ হাভিয়ের মাসচেরানো দায়িত্ব নেওয়ার পর ভালোই শুরু করেছিল মায়ামি। তবে বর্তমানে ফর্ম খারাপ হতে হতে এমন অবস্থা, গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জয় করা দলটি এবার ১২ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নেমে গেছে ছয় নম্বরে।
এদিকে, এই দুঃসময়ে মায়ামিতে মেসির ভবিষ্যৎ নিয়েও চলছে গুঞ্জন। এই মৌসুমেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। যদিও আগেই মায়ামি জানিয়েছিল, মেসিকে ছাড়ার ইচ্ছা নেই তাদের। অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই তারকাকে রাখতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
ওরল্যান্ডের কাছে হারার পর কঠিন সময় পেছনে ফেলার প্রত্যয় নিয়েছেন মেসি, ‘সময়টা কঠিন, তবে আমরা তা কাটিয়ে উঠব। এখনই আসল সময় এটা দেখানোর যে, আমরা দল হিসেবে কতটা একতাবদ্ধ। কঠিন সময় যাচ্ছে আমাদের।’
আগামী মাসেই ৩২ দল নিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। বৈশ্বিক সেই টুর্নামেন্টে খেলবে মায়ামিও। সেখানে ভালো করতে চান মেসিরা, ‘বেশ কয়েক ম্যাচ খারাপ ফলাফল হচ্ছে আমাদের। তবে আমাদের কাজ করে যেতে হবে এবং সামনের সময়টা নিয়ে ভাবতে হবে। মে মাসে তিন-চারটি ম্যাচ বাকি আছে আমাদের। চেষ্টা করতে হবে সম্ভাব্য সেরাভাবে এই ম্যাচগুলি শেষ করে ক্লাব বিশ্বকাপে ভালোভাবে যাওয়া।’