শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্ব আহরণে বড় ঘাটতির আশঙ্কা

news-image

আবু আলী
রাজকোষে অর্থের বড় সংকট। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় ঘাটতির ব্যবধান প্রতি মাসেই ফুলেফেঁপে উঠছে, যা ভবিষ্যৎ ব্যয় নির্বাহে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতির সামর্থ্য বিবেচনায় না নেওয়ায় রাজস্ব আদায়ও সেই হারে বাড়ছে না। পতিত সরকারের সমন্বয়হীন এমন বাজেট পরিকল্পনার চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা।

এমন পরিস্থিতির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তির সরকারি সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে ব্যাপক অভ্যন্তরীণ অসন্তোষ। এর জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করছেন। গত তিন দিন স্বল্প পরিসরে কলম বিরতি পালন করলেও আজ রবিবার থেকে পূর্ণ দিবস কলমবিরতির ডাক দিয়েছেন তারা। এ ছাড়া এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের দুই অ্যাসোসিয়েনকে অকার্যকর ঘোষণা করেছেন। দাবি না মানলে আজ রবিবার দুপুর ১২টায় নতুন কর্মসূচি দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কলমবিরতিতে আমদানি-রপ্তানি ও পণ্য চালান বন্ধ রয়েছে। কলমবিরতি দীর্ঘায়িত হলে পণ্য জটের শঙ্কার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান আমাদের সময়কে বলেন, অর্থবছরের শেষ দুই মাসে রাজস্ব আহরণে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। এ ছাড়া শেষ তিন মাসে উন্নয়ন বাজেটেরও বড় অংশ বাস্তবায়িত হয়। ঠিক সেই সময়ে কলমবিরতির ফলে রাজস্ব আহরণে বাধা তৈরি হয়েছে। ফলে খরচের টাকা কোথা থেকে আসবে, সেটি ভাবতে হবে। রাজস্ব আহরণের গতিপথ দেখে মনে হচ্ছে, অর্থবছর শেষে রাজস্ব আহরণে বড় ঘাটতি থাকবে। মনে হচ্ছে রাজস্ব আহরণে সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। এ জন্য দ্রুত সমাধানের পথ বের করতে হবে সরকারকে।

এদিকে আগামী ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২৩ হাজার কোটি টাকা বেশি আর সংশোধিত বাজেটের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৯৫ হাজার কোটি টাকা আর সংশোধিত লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

জানা গেছে, গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করে।

জানা গেছে, আগামী অর্থবছর ৫ লাখ ১৮ হাজার কোটি টাকার মধ্যে সরকার এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা আর সংশোধন করে করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ হতে যাচ্ছে, যা চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ছিল ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা এবং সংশোধন করে করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। কাস্টমস শুল্ক থেকে আদায়ের লক্ষ্য হতে যাচ্ছে ৫৬ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রস্তাবিত ছিল ৫৩ হাজার ৩৩৯ কোটি টাকা আর সংশোধন করে করা হয়েছে ৫২ হাজার ৯২৫ কোটি টাক। ভ্যাট ও সম্পূরক শুল্ক থেকে আদায়ের লক্ষ্য হতে যাচ্ছে ২ লাখ ৫৭ হাজার ২০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত লক্ষ্য ছিল ২ লাখ ৪৭ হাজার ৬১ কোটি টাকা, যা সংশোধন করে করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ১০ কোটি টাকা। অন্যান্য এনবিআর কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ২ হাজার ৮০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রস্তাবে ছিল ১ হাজার ৯৮০ কোটি টাকা। সংশোধিত করে করা হয়েছে ২ হাজার ৪৯৫ কোটি টাকা।

জানা গেছে, রাজনৈতিক সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প আগামী অর্থবছরের বাজেটে পরিহার করবে অন্তর্বর্তী সরকার। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বাজারে টাকার প্রবাহ কমিয়ে আনতে সরকার বাজেট বাস্তবভিত্তিক করতে চায়। মূলত যে করেই হোক, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাবে। বিপরীতে সামাজিক নিরাপত্তার আওতা ও পরিমাণ বাড়ানো হবে, যাতে মানুষের কষ্ট কম হয়। কিন্তু আইএমএফের চাপে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিছুটা কষ্টসাধ্য হবে। ফলে মানুষের ওপর বাড়তি চাপ পড়তে পারে।

এদিকে নতুন অধ্যাদেশ জারির কারণে রাজস্বব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগের কথা জানায়।