আগুনে পুড়লেন বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবলার
স্পোর্টস ডেস্ক : আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ক লুসিও। গতকাল শুক্রবার নিজ বাসায় এই দুর্ঘটনার পর লড়াকু এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
লুসিও যেই হাসপাতালে ভর্তি, সেখান থেকে বলা হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ও চেতনা ফিরে পেয়েছেন। হাসপাতালে বহুমুখী দলের তত্ত্বাবধানে আছেন তিনি। দগ্ধ রোগীদের জন্য বিশেষ চিকিৎসা পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। যদিও, আঘাত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
লুসিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়, বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের সাবেক তারকা লুসিও স্থিতিশীল ও সচেতন আছেন এবং সকল প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। লুসিও ২০১০ সালের হোসে মরিনহোর বিখ্যাত ট্রেবলজয়ী দলের অংশ ছিলেন, যারা সেই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘দগ্ধ হওয়ার পর বিশেষ যত্নের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে ও পরিস্থিতির ইতিবাচক উন্নতি হচ্ছে। এই কঠিন সময়ে আমরা যে ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের বার্তা পেয়েছি তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আমাদের পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি এবং সরকারি মাধ্যমেআপনাকে যেকোনো প্রাসঙ্গিক খবর জানাবো। বিশ্বাস, শক্তি এবং ঈশ্বরের সমর্থনে, তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।’
ব্রাজিলের হয়ে দুর্দান্ত রক্ষণের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছিলেন লুসিও। জাপানের ইয়োকোহোমায় ২০০২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জিততে বড় রকমের সহায়তা করেছিলেন তিনি।