শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানাল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।প্রতিবেশি দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদের কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। আজ রবিবার সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এই তথ্য জানিয়েছে।

একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং আজই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে এমন ধারণা উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, রবিবার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচি নির্ধারিত ছিল না। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। অন্যদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ‘জয়ী’ হয়েছে উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি। তবে আমরা আগ্রাসনের নিন্দা জানাই। আমরা চাই বিশ্বের এই অংশ কঠোর পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা এবং প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ বসবাসের মাধ্যমে অন্য অংশগুলোর মতোই সমৃদ্ধ ও প্রগতিশীল হয়ে উঠুক।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ৭ মে পাকিস্তান ভূখণ্ডে অভিযান শুরু করে ভারত। অপারেশন বেনিয়ান-উন-মারসুসের মাধ্যমে পাল্টা জবাব দেয় ইসলামাবাদ। চারদিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’