গাজায় চার মিনিট পরপর ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী।গতকাল শুক্রবার প্রতি চার মিনিট পর পর একবার করে হামলা চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছে ১০০ জনেরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৩ সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয়, তার তুলনায়ও আজ বিমান হামলার তীব্রতা বেশি ছিল। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হামলায় উত্তর গাজায় শিশুসহ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ৯টি বাড়ি ও তাঁবুতে বোমা হামলা চালানো হয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। যারা উদ্ধার হওয়ার জন্য তাদের কাছে ফোন করেছিলেন।
ইসরায়েল আগে থেকেই হুমকি দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে যদি হামাস তাদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করবে তারা। ট্রাম্প আজ তার সফর শেষে চলে গেছেন। এরপরই হামলা জোরদার করে ইসরায়েল।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ১১৯ জন এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।