জবি শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যা বললেন শিবির সভাপতি
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে উচ্চশিক্ষার নামে প্রতারণা করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে যমুনার সামনে জবি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সেখানে অংশ নেন তিনি। এ সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত। সকল আন্দোলনে জবি সমৃক্ত ছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে উচ্চশিক্ষার নামে প্রতারণা করা হয়। জবিয়ানদেরকে বারবার আশ্বস্ত করা হয়, কিন্তু দাবি বাস্তবায়ন হয় না।’
তিনি আরও বলেন, ‘গত ৫ই আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি তুলছে সেই দাবি সরকার আমলে নিচ্ছে না। জবিয়ানদের এই আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীর সবাই ঐক্যবদ্ধ ছিল। আন্দোলনে পুলিশে যে হামলা চালিয়েছে এটা কখনোই ঠিক করেনি। তাদের বিচার হওয়া উচিত।’
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যেই সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারে না। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দাবি আছে এ দাবি শিক্ষার্থীদের জন্য অবশ্যই ঘোষণা আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি বলছি, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া উচিত। দাবি আদায় মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’ চলবে।’