বৈধ পানশালায় অবৈধ অভিযান
রাজধানীর উত্তরায় আবদুল্লাহপুর এলাকার একটি পানশালায় গত ২৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। পাঁচতলা ভবনটির তিনটি ফ্লোরে চার ঘণ্টার অভিযান শেষে র?্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল পানশালাটি। তা ছাড়া বিদেশি মদ আমদানির কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কাগজপত্র ছিল না অবৈধ পানশালাটিতে।
কিন্তু পানশালাটির ব্যবস্থাপক শহীদুল ইসলামের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বৈধ বার লাইসেন্স রয়েছে তাদের; নম্বর ০১/২০২১/২০২২। কিন্তু অভিযানকালে র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা লাইসেন্স দেখতেই চাননি। শুরুতেই তারা পানশালাকর্মীদের মারপিট করে সিসি ক্যামেরা বিকল করে ফুটেজ খুলে নেন। একপর্যায়ে তারা বৈধ-অবৈধ শনাক্ত ছাড়াই ঢালাওভাবে সব মদ ও বিয়ার জব্দ করে পানশালার ৪ জনকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অনুমোদন ছাড়া কোনো বাহিনীর এককভাবে অনুমোদিত পানশালায় অভিযান চালানোর বিধান না থাকলেও অজ্ঞাত কারণে অভিযানে ডিএনসির কোনো কর্মকর্তাকে তারা সঙ্গে আনেননি।
অভিযোগ উঠেছে, শুধু এই পানশালাটিই নয়, হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় লাইসেন্সকৃত পানশালায় বিধিবিধান উপেক্ষা করে হঠাৎ অভিযান চালানো হচ্ছে। অভিযানকারীরা কখনও র্যাব বা পুলিশের পরিচয় দিচ্ছেন, কখনও থাকছেন সাদা পোশাকে। সাদা পোশাকে থাকায় তারা প্রকৃতপক্ষে কোন সংস্থার প্রতিনিধি, তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এসব অভিযানে বিভিন্ন অজুহাতে ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া বিনামূল্যে অ্যালকোহল সেবন, পারসেল নেওয়ার পাশাপাশি মাসোহারাও দাবি করা হচ্ছে। মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে অভিযান চালানো হচ্ছে নিয়মনীতির তোয়াক্কা ছাড়াই। বৈধ পানশালায় এসব অভিযানের কারণে আতঙ্ক ছড়াচ্ছে দেশি-বিদেশি অতিথিদের মাঝে। যদিও র্যাবের আভিযানিক কর্মকর্তাদের দাবি, নিয়ম মেনেই
অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কয়েকটি বৈধ পানশালার মালিক আমাদের সময়কে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ২৩ ধারা উপেক্ষা করে লাইসেন্সপ্রাপ্ত পানশালায় যখন-তখন অভিযানের নামে অতিথিদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। কাগজপত্র থাকলেও বিভিন্ন অজুহাতে ভয়ভীতি দেখানো হয়। নিরাপদ জোনের বৈধ পানশালাগুলোর বেশির ভাগ কাস্টমার বিদেশি। সেখানে কূটনীতিক, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, দেশি-বিদেশি বড় ব্যবসায়ীদের যাতায়াত। কিন্তু হরহামেশা এ ধরনের অভিযানে তারা বিপাকে পড়ছেন। ব্যবসায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
বিধিবিধান লঙ্ঘন করে ডিএনসির লাইসেন্সপ্রাপ্ত পানশালায় অভিযানের বিষয়ে গত ২৯ এপ্রিল ডিএনসির মহাপরিচালকের (ডিজি) দপ্তরে একটি প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে ৫টি পানশালায় অভিযানের বিষয়টি সবিস্তার তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ। ডিএনসি প্রদত্ত লাইসেন্সপ্রাপ্ত পানশালায় এ ধরনের অভিযানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় প্রতিবেদনে।
বাংলাদেশ বার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) জাহাঙ্গীর বলেন, র্যাব কিংবা যে কোনো সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়া বৈধ কিংবা লাইসেন্সকৃত পানশালায় এ ধরনের অভিযানে যেতে পারে না। এ বিষয়ে হাইকোর্টেরও একটি নির্দেশনা রয়েছে। এ ধরনের অভিযান না করতে আমাদের সংগঠন থেকে র্যাব মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও বলেন তিনি।
ডিএনসি সূত্র জানায়, সারা দেশে ১৮৯টি রেস্টুরেন্ট ও পানশালা রয়েছে। এগুলোর লাইসেন্স প্রদান, নবায়ন ও মজুদ এবং দেখভাল করে ডিএনসি। পানশালায় অভিযান পরিচালনা করতে হলে ডিএনসি মহাপরিচালকের অনুমোদন নিতে হবে এবং তার প্রতিনিধিদের সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট আইনে বলা হয়েছে, অনুমোদিত পানশালায় মহাপরিচালক বা তার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রবেশ, জব্দ ও তল্লাশি করতে পারবেন। তবে অন্য কোনো বাহিনীর কথা বলা নেই। স্থানীয় মাস্তান, বিভিন্ন সংস্থার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ২০১৮ সালে রেস্টুরেন্ট ও পানশালার মালিকরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএনসির মহাপরিচালকের সঙ্গে দেখা করে সংকটের কথা জানান। এর পর অধিদপ্তরের মহাপরিচালক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলোকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর একটি সার্কুলার জারি করেন। সেই সার্কুলারে দেশের পানশালাগুলোতে কারা কীভাবে অভিযান পরিচালনা করতে পারবেন তা উল্লেখ করা হয়। সার্কুলারটি দেশের সব পুলিশ সুপার, ডিআইজি অফিস, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনারের অফিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ২৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দেওয়া হয়। কিন্তু সেই সার্কুলার অমান্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে প্রায়ই বৈধ পানশালায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্রধান অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম আমাদের সময়কে বলেন, যে কোনো অভিযানের ক্ষেত্রে বিধিবিধান মেনে চলা বাঞ্ছনীয়। কিছু ক্ষেত্রে বিষয়টি মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ডিএনসি সব সময় সব সংস্থাকেই সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। একদিন আগেই একটি হোটেলে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। সেখানে ডিএনসি সর্বাত্মক সহযোগিতা করেছে। এ ধারা অব্যাহত থাকবে।