রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদির স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে টারম্যাক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।

এসময় বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়।

আল জাজিরা বলছে, বিমানবন্দরের একটি হলের ভেতর দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- সেই সম্পর্কে জানা যায়নি।

 

মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ও বুধবারের কিছু সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র-কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর।

রয়টার্স সম্প্রতি জানায়, সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরকালে দেশটির নেতাদের কাছে এই প্রস্তাব দেবেন তিনি।

এছাড়া ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনাসহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ওপরও আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে চায়।

এই সফর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে