রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষায় আছি। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।’
রবিবার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এর নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন রবিবারে ‘পরিকল্পিত বাংলাদেশ এবং নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়ন: রাজনৈতিক অঙ্গীকার ও আগামীর পথনকশা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয়।
তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না। এসব ধ্বংসযজ্ঞ যারা চালায় রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ। এজন্য ওই রাজনৈতিক নেতার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করার।’
দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। তবে বেশির ভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন, কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।
নগর পরিকল্পনাবিদদের রাষ্ট্রের পরিকল্পনায় যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পনাবিদদের রাষ্ট্রের কোনো পরিকল্পনায় জায়গা দেওয়া হয়নি। তাহলে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে কেন পড়ানো হয়? আমাদের যদি আল্লাহ কখনও ক্ষমতার সঙ্গে থাকার সুযোগ দেয় কথা দিচ্ছি পরিকল্পনাবিদদের আমরা ফ্যাসিলেটেড করবো।
বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।