শুধু যুদ্ধবিরতি নয়, আলোচনা হোক বৃহৎ পরিসরে
দীর্ঘদিনের বৈরিতা, প্রাণঘাতী হামলা এবং সীমান্ত সংঘর্ষের উত্তাল অধ্যায়ের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিল ভারত ও পাকিস্তান। গত মাসে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করে। এর পর পরই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, চলে হামলা-পাল্টা হামলা। এই সংঘর্ষে উভয় পক্ষের অনেক মানুষ নিহত হয়েছেন এবং সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আন্তর্জাতিক মধ্যস্থতা শুরু হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তাদের প্রচেষ্টায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হয়। মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এক্সে একটি পোস্টে তিনি আরও বলেন, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি (নরেন্দ্র মোদি) এবং শরিফের (শাহবাজ শরিফ) প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করি।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ। স্বতি ফিরেছে বাংলাদেশেও। কাশ্মীরের উভয় অংশে সাধারণ মানুষ খুশি, দুই দেশের রাজনৈতিক নেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সাময়িক স্বস্তি।
বিশ্লেষকরা আরও বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও দুই দেশের মধ্যে অবিশ্বাস ও রাজনৈতিক চাপ রয়ে গেছে। সীমান্তে সেনা মোতায়েন, আকাশসীমায় নিষেধাজ্ঞা, পানিবণ্টন চুক্তি স্থগিত ইত্যাদি গুরুতর ইস্যু রয়েছে। এ ছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা ‘ভারতের যুদ্ধ ঘোষণা’ ও ‘নিরপরাধ নাগরিকদের হত্যার’ বিচার না হলে আলোচনায় অগ্রগতি আসবে না। সত্যিকারের শান্তির পথে যেতে হলে দুই দেশের দীর্ঘস্থায়ী আলোচনা প্রয়োজন। সেই আলোচনা শুধু যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর পরিসরে হওয়া উচিত।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, যুদ্ধবিরতি ঘোষণা ও আলোচনায় রাজি হওয়া নিঃসন্দেহে স্বস্তির খবর। এটি দক্ষিণ এশিয়ার শান্তি ও অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটি যুদ্ধ বহন করার মতো অবস্থা
এ অঞ্চলের নেই। তিনি বলেন, তবে যে আলোচনার কথা বলা হচ্ছে তা শুধু যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই অঞ্চলের মূল সমস্যগুলোÑ দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। বাংলাদেশের জন্য অবশ্যই এটি স্বস্তির। কারণ এখনও ওয়ার স্পেস বন্ধ আছে। সুতারং, আমাদের বিমানগুলো রিরুট করতে হয়েছে। এতে খরচ বেড়েছে। এ ছাড়া অর্থনীতিতেও প্রভাব পড়বে।