শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনারা নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না: সালাহউদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত।’

জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারের এমন বক্তব্য প্রতিক্রিয়ায় রবিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদ ‘ভাসানী জনশক্তি পার্টি’ নামের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ সময় তিন বছরমেয়াদি ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে শেখ রফিকুল ইসলাম বাবলুকে দলের চেয়ারম্যান ও ড. আবু ইউসুফ সেলিমকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

আগামী ডিসেম্বর বা পরের বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন- প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ডিসেম্বর-জুনে আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এই রকম শিপটিং (সিদ্ধান্ত পরিবর্তন) জাতি এবং আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে নেবে না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আপনারা কথা দিয়েছিলেন- ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন বলেছিল, তাদের নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে। এখন সেই কথা যদি আমরা বলি, তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি ও দলগুলো এই সমর্থনে কথা বলতে উচ্চকিত হচ্ছে না কেন জানি।

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- মানুষ নাকি বলছে, মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায়। আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তো আমরাও বহু কমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এটা কি উনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখেননি? গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ছিল? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে আপানারা সুবিধা দিচ্ছেন?

প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

‘ভাসানী জনশক্তি পার্টি’র মূলনীতি হচ্ছে- গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মীয় স্বাধীনতা, সাম্য ও সামাজিক ন্যায়বিচার। কমিটিতে চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ ভাইস চেয়ারম্যান, ৫ যুগ্ম মহাসচিব, ৮ সাংগঠনিক সম্পাদক, ৮ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় এবং সদস্য পদ রয়েছে। গঠনতন্ত্রে বলা হয়েছে, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ে ন্যূনতম ৩১ সদস্যের কমিটি গঠন কেন্দ্রীয়সহ সব পর্যায়ের কমিটিতে শতকরা ৩০ ভাগ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। সব কমিটির মেয়াদ হবে তিন বছর।

প্রসঙ্গ, ২০১১ সালের ২০ জানুয়ারি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারীরা ‘ভাসানী অনুসারী পরিষদ’ গঠন করে। এরপর থেকে সংগঠনটি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। ২০২২ সালের ৪ জুন ‘গণতন্ত্র মঞ্চ’-এর সঙ্গে যুক্ত হয়ে সংগঠনটি রাজনৈতিক কার্যক্রম শুরু করে।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের