পশ্চিমবঙ্গে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের আশ্বাস শিক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে এখনো উত্তপ্ত সেখানকার রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে আইনি জটিলতা না থাকলে যোগ্য-অযোগ্য চাকরিহারা শিক্ষকদের তালিকা ২১ এপ্রিল প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রদেশের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র চেয়ারম্যান ও অন্য কর্মকর্তাদের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ১৩ জন প্রতিনিধির আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয়। তারপর সেই প্রতিনিধিরা জানান, তারা চেয়েছিলেন, এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। ওএমআর শিট প্রকাশ করুক।
এসএসসি জানিয়েছে, তারা এই তালিকা তৈরি করছে। সেই তালিকা তৈরির পর তারা আইনি পরামর্শ নেবে। আইনি জটিলতা না থাকলে তারা ২১ এপ্রিল, সোমবার এই তালিকা প্রকাশ করবে। ওএমআর শিটও তারা প্রকাশ করবেন।
এখন তারা কী করে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে দেবে জানতে চাওয়া হলে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের বলা হয়েছে, সিবিআই যে ওএমআর শিটের সফট কপি উদ্ধার করেছে, তা তাদের কাছে দিয়েছে। সেখান থেকেই তারা তালিকা তৈরি করছেন।
সুজয় সর্দার নামে একজন কর্মী জানিয়েছেন, ওএমআর শিটের তিনটি স্ক্যানড কপি ছিল। একটি এসএসসি-র কাছে, একটি যাদের টেন্ডার দেয়া হয়েছিল তাদের কাছে, একটি যারা সাব টেন্ডারে দায়িত্ব পেয়েছিল তাদের কাছে। এর মধ্যে এসএসসি-র কপিটি পাওয়া যায়নি। সিবিআই-ও তদন্ত করে পায়নি। কিন্তু সিবিআই অন্য যে কপি উদ্ধার করেছে, সেটা এসএসসি-কে দিয়েছে।
তবে যদি আইনি পরামর্শ নেওয়ার পর এসএসসি জানায়, তালিকা প্রকাশ করা সম্ভব নয়, তখন কী হবে? চাকরিহারারা শিক্ষকদের প্রতিনিধিরা জানিয়েছেন, তারাও আইনি পরামর্শ নেবেন। তারপর দেখা যাবে।
চাকরিহারা শিক্ষকরা বলেছেন, তারা এখনো এই প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখতে পারছেন না। আগে তালিকা প্রকাশ পাক। তাই তারা এখন আন্দোলন চালিয়ে যাবেন।