স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, শুধু খেলাফত মজলিস নয়, অন্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা চলবে। কারণ দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোই কমিশনের লক্ষ্য।
ড. আলী রীয়াজ বলেন, ‘খুব কম সময়ের মধ্যে আমরা এই আলোচনা শুরু করেছি। দীর্ঘ সময় দেওয়া সম্ভব না হলেও আপনারা আন্তরিকভাবে মতামত দিয়েছেন। এসব মতামতের ভিত্তিতেই আলোচনা এগিয়ে যাবে। মতামতের অনেক ক্ষেত্রে আপনারা একমত পোষণ করেছেন, কিছু ক্ষেত্রে ভিন্নমত ও বক্তব্য রয়েছে, সেগুলো আমরা শুনব। আমরা মনে করি আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা দ্রুত একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব।’
খেলাফত মজলিসের প্রতিনিধিদলের সঙ্গে সকাল সাড়ে ৯টায় বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আলী রীয়াজ। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। পরে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে কমিশন। এ সময় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪০টিতে খেলাফত মজলিস ও ১৪৭টি প্রস্তাবে একমত জানায় বাংলাদেশ লেবার পার্টি।
গণপরিষদ ও বহুত্ববাদ চায় না খেলাফত মজলিস
বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪০টিতে আমরা একমত হয়েছি। ১০টিতে মতৈক্য হয়নি, আর ১৫টিতে আংশিকভাবে সম্মত হয়েছি। আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের আগে আাগমী ১০ মাসেই করা সম্ভব। সে জন্য একটা অধ্যাদেশ জারি করা উচিত। সংস্কার প্রশ্নে মত-দ্বিমতের বিষয়ে আমাদের এই আলোচনা। আমরা চেষ্টা করেছি, তারাও চেষ্টা করছেন। এক পর্যায়ে এসে আলোচনা ড্র হয়েছে। আরও সময় লাগবে, আলোচনাও হবে।’
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে একটি বোর্ড থাকা উচিত মন্তব্য করে আহমদ আবদুল কাদের বলেন, ‘ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার কোনো অধিকার দেওয়া উচিত নয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে আমরা একমত হয়েছি।’ কমিশন প্রস্তাবিত বহুত্ববাদ বাদ দেওয়ার দাবি করেছে খেলাফত মজলিস। এ প্রসঙ্গে ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস রাখতে হবে। বহুত্ববাদ (সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব) বাদ দিতে হবে। আমরা বলেছি গণতন্ত্রই এনাফ, তারা অনেক যুক্তি দিয়েছেন। আমাদের মত গণতন্ত্র, মানবিক মর্যাদায় থাকলে সমাজে কোনো ধরনের বিভেদ থাকে না। বহুত্ববাদের কোনো প্রয়োজন না।’
খেলাফত মজলিস গণপরিষদের পক্ষে নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘আমরা ৪০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। সংসদের মেয়াদ ৫ বছর রাখার পক্ষে রয়েছি। এ ছাড়া উচ্চকক্ষে (সিনেটে) সংখ্যালঘুদের এক শতাংশ ভোটের ভিত্তিতে আসন বণ্টনের অনুরোধ জানিয়েছি। সংবিধান সংশোধন অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চ আদালতের মতামত নেওয়া যেতে পারে। তবে গণপরিষদের প্রয়োজন নেই।’
ইসলামবিরোধী যেকোনো আইনের বিরোধিতা করে এ বিষয়ে বিগত আওয়ামী লীগ সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন ড. আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন করা যাবে না, তা সংবিধানে বিধান থাকতে হবে। এটা সামাজিক ধর্মীয় স্থিতিশীলতা রাখার জন্য। এখানে ধর্মবিরোধী আইন করা হলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়।’ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কী- এমন প্রশ্নে আবদুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না। কারণ তারা খুন-গুম করেও ক্ষমা চায়নি। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আগামী নির্বাচনে আনা নয়, তাদের বিচার করতে হবে। তবে বিচারে কেউ নিরপরাধ প্রমাণ হলে তিনি আসতে পারেন।’
দেশ ভাগ (৪ প্রদেশে) চায় না বাংলাদেশ লেবার পার্টি
ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তারা ১৪৭টি সুপারিশে একমত হয়েছেন, ৭টিতে মতপার্থক্য রয়েছে এবং ১২টিতে আংশিকভাবে সম্মত হয়েছেন। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিলেও তার দল দেশকে ৪টি প্রদেশে ভাগ করার বিপক্ষে। কারণ এতে নানা সমস্যা তৈরি হবে। এ সময় জাতীয় পার্টিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে দলটির বিচার দাবি করেন মোস্তাফিজুর রহমান ইরান।
এ ছাড়া জেলা পরিষদ কার্যকর করা, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের পরিবর্তে আগের নিয়মে সরাসরি ভোটে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন তারা। একই ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন; কিন্তু পরপর দুবার রাষ্ট্রপতি হতে পারবেন না। সরকারি চাকরি থেকে অবসরের ৫ বছর পর একজন ব্যক্তি নির্বাচনে যাওয়ার উপযুক্ত হবেন, এমন বিধান করার প্রস্তাব দিয়েছে দলটি।
এর আগে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গত বৃহস্পতিবার আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথম দিনের বৈঠকে যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। গতকাল দ্বিতীয় দিন আলোচনায় অংশ নেয় দুটি রাজনৈতিক দল- খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করে। কমিশন ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ৩৮টি রাজনৈতিক দলকে ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হলেও এখনো অর্ধেক দলই মতামত দেয়নি।
ঐকমত্য কমিশনের কাছে এ পর্যন্ত মতামত জমা দিয়েছে ১৫টি দল। দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম, ‘আম জনতার দল’, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।