শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ বলে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পারটেক্সের

news-image

ক্রীড়া প্রতিবেদক : শেরে বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস এক লড়াই হলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যে। লো স্কোরিং ম্যাচে শেষ বলে এসে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং।

টস জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পারটেক্স। পুরো ৫০ ওভার খেললেও ২১৮ রানে অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। মার্শাল আইয়ুব ছাড়া কেউ বলার মতো লড়াই করতে পারেননি। ৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৬৪ রান আসে অভিজ্ঞ এই ব্যাটারের উইলো থেকে।

ওপেনিংয়ে নেমে ধীরগতির এক ইনিংস খেলেন সাদমান ইসলাম, ৪৮ বলে তিনি করেন ৩১। ইমরুল কায়েস ব্যাট হাতে ব্যর্থ। ৩৯ বলে আসে ১৯ রান।

পরে শুভাগতহোম চৌধুরীর ২৪ বলে ২৭ আর শেষদিকে মেহেদী হাসান রাজার বল সমান অপরাজিত ২২ রানে ভর করে সোয়া দুইশর কাছাকাছি যায় অগ্রণী ব্যাংক।

নাইম ইসলাম জুনিয়র ৩টি এবং মোহর শেখ, আলাউদ্দিন বাবু আর জায়াদ রোয়েন নেন দুটি করে উইকেট।

সামনে ২১৯ রানের মামুলি লক্ষ্য। ৪ উইকেটে ১৬১ আর ৫ উইকেটে ২০৩ রান তুলে একটা সময় সহজ জয়ের পথেই ছিল পারটেক্স। সেখান থেকে হঠাৎ খেই হারিয়ে ফেলে দলটি। ৬ রানের মধ্যে হারিয়ে বসে ৪টি উইকেট।

শেষ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার ছিল পারটেক্সের। অগ্রণী ব্যাংক তখন জয়ের স্বপ্ন দেখছে। তবে শেষ উইকেটে স্নায়ু ধরে রেখে দলকে জিতিয়েছেন মোহাম্মদ রাকিব।

তাইবুর রহমানের করা শেষ ওভারে দুটি বাউন্ডারি হাঁকান রাকিব। পঞ্চম বলে এক রান নিয়ে করেন টাই। শেষ বলে আবদুল গাফফার রনি এক রান নিয়ে জয় নিশ্চিত করেন। রাকিব অপরাজিত থাকেন ৮০ রানে। ম্যাচ জেতানো ইনিংসে ১০৩ বল খেলে পাঁচটি করে চার-ছক্কা হাঁকান তিনি।

তারকা ব্যাটার সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ২৬ বলে ২ চারের সাহায্যে করেন ১৪ রান। এছাড়া উইকেটরক্ষক আদিল ৩২ আর তানভীর হোসেন করেন গুরুত্বপূর্ণ ২৫ রান।

অগ্রণী ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ আর নাইম হাসান।

এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের