সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় তিন দিনে নিহত ৭১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) নারী ও শিশুসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশির ভাগেরই আঘাত গুরুতর।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, গতকাল ভোররাতে হামলা শুরু করে ইসরায়েল। এ নিয়ে গত তিন দিনে গাজায় ৭১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় আহতদের অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

ইসরায়েলি বাহিনীর স্থল সেনারাও গাজায় হামলায় যোগ দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও বড় এবং শক্তিশালী যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৯ হাজার ৫৪৭ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭১৯ জন। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে বলা হয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০। এই হিসাবে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ফিলিস্তিনিদেরও মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

নেতানিয়াহু জানিয়েছেন, গাজার যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলবে। কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাকারা বলেছেন, ‘ইসরায়েলি সরকার দুটি লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত গাজার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। প্রথমটি হলো, তারা জিম্মিদের মুক্তি চায়– বেশির ভাগ জিম্মির মুক্তি তারা আলোচনার মাধ্যমেই করবে। দ্বিতীয় লক্ষ্যটি হলো হামাসকে ধ্বংস করা। নেতানিয়াহু এটিতেই সব সময় অগ্রাধিকার দিয়ে এসেছেন।’

জাকারা বলেন, ‘যুদ্ধবিরতি যে স্বাক্ষরিত হয়েছিল, এটি নেতানিয়াহুর জোটের অনেকের জন্য পরাজয়। জিম্মিদের এরই মধ্যে বলি দেওয়া হয়েছে, তারা এখন যুদ্ধ চায়।’

মিসর ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি ফোনে একে অপরের সঙ্গে আলাপ করেছেন। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে এ তথ্য।

শীর্ষ এই দুই কূটনীতিক যুদ্ধবিরতি আবার কীভাবে ফেরানো যায়, তা নিয়ে আলাপ করেন। কাতার ও মিসর শুরু থেকেই ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত। আঞ্চলিক স্থিরতার জন্য দুই নেতা রাজনৈতিক সমঝোতার বিষয়েও একমত হন। ওই সমঝোতায় এই দ্বন্দ্ব অবসানের উপায় ধরা হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে।

গোলান মালভূমিতে সামরিক মহড়া

এদিকে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েল সামরিক মহড়া চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, সেখানে তারা আরও সেনা মোতায়েন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী জানায়, বিস্ফোরণের শব্দ শোনা যাবে। তবে কোনো নিরাপত্তা হুমকি নেই।

গত ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন হয়। এর পরে ইসরায়েলি বাহিনী সিরিয়ার আরও এলাকা দখলে নেয়। ১৯৭৪ সাল থেকে দুই দেশের মধ্যে বাফার জোন হিসেবে পরিচিত এলাকাতেও ঢুকে পড়ে তারা। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ