হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে আজ (শুক্রবার) মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সাবস্টেশনটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এদিকে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯টা ৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অগ্নিকাণ্ডের কারণে ইতোমধ্যে ১৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দর বন্ধ রাখার কারণে অন্তত ১ হাজার ৩৫১টি ফ্লাইট ওঠানামার সময়সূচি ব্যাহত হচ্ছে।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন, তবে ঠিক কখন নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ পুনরায় চালু করা যাবে সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।’ সূত্র: আল-জাজিরা