রোহিঙ্গাদের ডেটাবজ ব্যবহারের সম্মতি পেয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আশ্রয় থাকা ১০ লাখ রোহিঙ্গার ডেটাবজ ব্যবহারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন- ইউএনএইচসিআর-এর সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে ইউএনএইচসিআর-এর সঙ্গে এ বিষয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি বলেন, বাংলাদেশের আশ্রয় থাকা ১০ লাখ রোহিঙ্গার ডেটা এনআইডি কার্যক্রমে ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে এবং নতুন করে যাতে ভোটার তালিকায় রোহিঙ্গারা অন্তভূক্ত হতে না পারে সেজন্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর-এর সার্ভার ব্যবহারের এক্সেস থাকবে সংস্থাটির এনআইডি বিভাগের।
হুমায়ুন কবীর বলেন, এর আগে রোহিঙ্গাদের ডেটা নির্বাচন কমিশনকে দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউএনএইচসিআর-এর সাথে চুক্তি হয়েছে। শরণার্থী হিসেবে চট্টগ্রামের আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে নাগরিকত্ব (এনআইডি) পাওয়ার অপতৎপরতা রোধে এই ডেটা কার্যকর ভূমিকা রাখবে।
রোহিঙ্গাদের এই ডেটাবেজ রক্ষণাবেক্ষণে জনপ্রশাসন (মফা), নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর একসঙ্গে কাজ করবে। তবে ডেটাবেজ থাকবে ইসির হাতে।
বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। এসব রোহিঙ্গারা অর্থের বিনিময়ে চক্রের সাহায্য নিয়ে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং অনেকে তা পেয়েও যাচ্ছে। এ সমস্যার একটি চিরস্থায়ী সমধানের জন্য ইউএনএইচসিআর-এর কাছে থাকা রোহিঙ্গাদের ডেটাবেজ ব্যবহার করতে চেষ্টা করছিল ইসি।
এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের সনাক্ত করা যাবে এবং রোহিঙ্গা ভোটার হওয়ার যে প্রবণতা তা অনেকটাই হ্রাস পাবে বলেও মনে করেন এনআইডির মহাপরিচালক।