মনিটরিংয়ের আওতায় আসছে ঢাকার সব বাস টার্মিনাল: শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সব বাস টার্মিনাল মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক/ সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রা উপলক্ষে ডিএমপি, বিআরটিএ, পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে বিশেষ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান উপস্থিত ছিলেন।
সভায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার কথা জানান শ্রমিকদের জানানো হয়।
সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক পথে দুর্ঘটনা, চাঁদাবাজি, ডাকাতি প্রতিরোধসহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের নানা দিক নির্দেশনা দেন পুলিশ ও পরিবহন মালিক সমিতির নেতারা।