সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরসা প্রধানসহ গ্রেপ্তার ১০ জন রিমান্ডে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মায়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

একইদিন ময়মনসিংহে আরেক অভিযানে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে পৃথক দুটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) এবং মোসা. সেনোয়ারা (১৭)।

পুলিশ জানায়, র‌্যাব-১১-এর পৃথক দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নতুন বাজার গার্ডেন সিটিতে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে দুটি অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো ছুরি জব্দ করে র‌্যাব। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা করে র‌্যাব।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই মামলায় পাচঁ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ